Sara Tendulkar: দ্বিতীয় প্রেমটাও ভেঙে গেল! সচিন-কন্যা সারার আবার ব্রেক-আপ, জানাজানিও হয়ে গেল!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
সচিন-কন্যা সারার দ্বিতীয় প্রেমটাও তা হলে ভেঙে গেল! আরও একবার ব্রেক-আপের যন্ত্রণা সইতে হচ্ছে সারা তেন্ডুলকরকে। কারণ খবর যা পাওয়া যাচ্ছে তাতে সারা আর সিদ্ধান্ত চতুর্বেদির ব্রেক-আপ হয়েছে।
advertisement
ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে নাম জড়ায় সারার। একটা সময় জানা যায়, তাঁদের সেই সম্পর্ক অনেক দূর গড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের গতিবিধি দেখে অনেকেই ধরে নেন, তাঁদের মধ্যে সত্যিই সম্পর্ক রয়েছে। তবে সেই সম্পর্ক শেষমেশ ভেঙে যায়। জানা যায়, এক পঞ্জাবি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন শুভমান। আর তা থেকেই ঝামেলার সূত্রপাত।
advertisement
advertisement
advertisement
advertisement