TRENDING:

Manoj Tiwary : দলীপ ট্রফিতে অধিনায়ক বাংলার মনোজ, দলে জায়গা পেলেন আরও ছয় ক্রিকেটার

Last Updated:

Manoj Tiwary will captain East zone at Duleep Trophy against West zone. দলীপ ট্রফিতে অধিনায়ক বাংলার মনোজ, জায়গা পেলেন আরও ছয় ক্রিকেটার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লক্ষ্মীরতন শুক্লা বাংলার নতুন কোচ হিসেবে আসার পর বুঝিয়ে দিয়েছিলেন তার দলের মনোজ তিওয়ারির গুরুত্ব বাড়তে চলেছে। বুড়ো ট্যাগ সেঁটে দেওয়া মনোজকে বাংলা যে আরও বেশি করে কাজে লাগাতে চায় সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল। শেষ রঞ্জিতে ফিটনেস সমস্যা নিয়েও যেভাবে দুটো শতরান করেছিলেন মনোজ, তাতে তার প্রতি বিশ্বাস বেড়ে গিয়েছে দলের।
রাহানের পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চলের অধিনায়ক মনোজ
রাহানের পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চলের অধিনায়ক মনোজ
advertisement

আরও পড়ুন - Baichung Bhutia : কোন পথে বিশ্বকাপ ফুটবল খেলবে ভারত? সভাপতি হলে নাকি দেখিয়ে দেবেন বাইচু!

তাই ঋদ্ধিমান সাহা এবং সুদীপ চ্যাটার্জী দল ছাড়লেও মনোজ নিজের অভিজ্ঞতায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বিশ্বাস করে ম্যানেজমেন্ট। নতুন দায়িত্ব পেলেন মন্ত্রী মনোজ তিওয়ারি। দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চল দলের অধিনায়ক করা হল তাঁকে। দলে জায়গা পেয়েছেন বাংলার সাত জন ক্রিকেটার।

advertisement

বৃহস্পতিবার রাঁচিতে বৈঠকে পূর্বাঞ্চল দল বেছে নেওয়া হয়েছে। ১৫ জনের দলে মনোজ ছাড়া বাংলার আরও যে ছয় ক্রিকেটার রয়েছেন তাঁরা হলেন, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল ও আকাশ দীপ। চার জন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। সেখানে রয়েছেন বাংলার সায়নশেখর মণ্ডল।

রাজনীতিতে যোগ দেওয়ার পরে মন্ত্রী হয়েছেন মনোজ। বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পরেও ক্রিকেট ছাড়েননি তিনি। এখনও বাংলার হয়ে রঞ্জি খেলেন তিনি। আগামী মরসুমের রঞ্জির জন্য বাংলা দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন মনোজ। তার মধ্যেই তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল।

৮ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে দলীপ ট্রফি। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও মনোজকে দলে গুরুত্ব দেওয়ার পক্ষে। কারণ বাংলা মনে করে মনোজের মধ্যে এখনও ক্রিকেট বাকি আছে। লক্ষীর বিশেষ মিলিটারি ট্রেনিংয়ে মনোজ নিজেকে ফিট করে তুলতে মরিয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলার ক্রিকেটারদের সৌরভ নিজেও এবার ভোকাল টনিক দেবেন। কারণ প্রতিভা যথেষ্ট থাকলেও বাংলা পিছিয়ে মানসিকতায়।

বাংলা খবর/ খবর/খেলা/
Manoj Tiwary : দলীপ ট্রফিতে অধিনায়ক বাংলার মনোজ, দলে জায়গা পেলেন আরও ছয় ক্রিকেটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল