বেন স্টোকস তাঁর দুর্দান্ত ব্যাটিং, বোলিং-এর জন্য যেমন চর্চায় থাকেন, ঠিক তেমনই মন ছুঁয়ে যাওয়ার মতো তাঁর ভালবাসার গল্পও। ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে শতরান করে দলকে ভাল জায়গায় পৌঁছে দেন এই ইংলিশ অলরাউন্ডার। অনেকেই জানেন না, ক্রিকেট ছাড়াও তাঁর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেন স্টোকসের স্ত্রী ক্লেয়ার র্যাটক্লিফ।
বেন স্টোকসের স্ত্রীর নাম ক্লেয়ার র্যাটক্লিফ। তাঁদের প্রেমের গল্প এক কথায় অসাধারণ। বেন ও ক্লেয়ারের দেখা হয়েছিল ২০১০ সালের দিকে। তখন বেন ক্রিকেটের জগতে নিজের পরিচিতি তৈরি করার চেষ্টা করছিলেন। তিনি তখনও ইংল্যান্ড জাতীয় দলের সদস্য ছিলেন না।
সেই সময় থেকেই ক্লেয়ার সবসময় বেনের পাশে ছিলেন। ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক সফর, যে কোনও সময় স্টোকস পাশে পেতেন ক্লেয়ারকে। বেন প্রায়ই ট্যুরে থাকতেন বলে ক্লেয়ার মজা করে নিজেকে বলতেন “ক্রিকেট বিধবা”।
advertisement
আরও পড়ুন- বিশ্ব ক্রিকেটে এল নতুন ‘বৈভব’! সূর্যবংশীর স্বপ্ন ভেঙে চুরমার! এমন বিশ্বরেকর্ড গড়লেন তিনি
ক্লেয়ার পেশায় একজন স্কুল শিক্ষক। মাঠের বাইরে থেকেও তিনি বেনের সবচেয়ে বড় সমর্থক ছিলেন। বহু বছর প্রেমের পর বেন স্টোকস ২০১৩ সালে ক্লেয়ার র্যাটক্লিফকে প্রপোজ করেন। দু’জনের বিয়ে হয় অক্টোবর ২০১৭-তে। বিয়ে হয়েছিল ইংল্যান্ডের সোমারসেট-এ।
বেন ও ক্লেয়ারের এখন দুটি সন্তান রয়েছে। একটি ছেলে ও একটি মেয়ে। ক্লেয়ার সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের পরিবার ও সন্তানদের মুহূর্ত শেয়ার করেন। ২০১৭ সালে ব্রিস্টল-এ এক ঘটনার জেরে বেন স্টোকসকে আইনি জটিলতার মধ্যে পড়তে হয়েছিল। সেই কঠিন সময়ে ক্লেয়ার তাঁকে কখনও একা রাখেননি।