Vaibhav Suryavanshi: বিশ্ব ক্রিকেটে চলে এল নতুন 'বৈভব'! সূর্যবংশীর স্বপ্ন ভেঙে চুরমার! এমন বিশ্বরেকর্ড গড়লেন তিনি

Last Updated:

Vaibhav Suryavanshi: মাত্র ১৪ বছর বয়সে আইপিএল সেঞ্চুরি ও অনূর্ধ্ব ১৯ ওডিআই ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। এবার অপূর্ণ থেকে গেল তাঁর একটি স্বপ্ন।

News18
News18
মাত্র ১৪ বছর বয়সে আইপিএল সেঞ্চুরি ও অনূর্ধ্ব ১৯ ওডিআই ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড সফরে ওডিআই ও টেস্ট সিরিজে ভাল পারফর্ম করেছেন ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার বয়। যুব ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন বৈভব। কিন্তু বিশ্ব ক্রিকেট পেয়ে গেল দ্বিতীয় ‘বৈভবকে’। ক্রিকেট দুনিয়া খোঁজ দিল আরও এক বিস্ময় প্রতিভার। যে বৈভব সূর্যবংশীর ডাবল সেঞ্চুরি করার স্বপ্ন নিজেই পূরণ করে ফেলল।
দক্ষিণ আফ্রিকার ১৮ বছর বয়সি ব্যাটার জোরিক ভ্যান শাল্কভিক শুক্রবার ইতিহাস সৃষ্টি করেছেন। জিম্বাবোয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ২১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এর ফলে জোরিক ভ্যান শাল্কভিক অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ম্যাচে দ্বিশতরান করা বিশ্বের প্রথম ব্যাটার হয়ে উঠেছেন। তার আগে যুব ওয়ানডে-তে কোনো ব্যাটারের সর্বোচ্চ স্কোর ছিল ১৯১ রান, যা ২০১৮ সালে শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোডা কেনিয়ার বিরুদ্ধে করেছিলেন।
advertisement
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল এবং জিম্বাবোয়ে অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে ম্যাচটি হারারেতে অনুষ্ঠিত হয়। জোরিক ভ্যান শাল্কভিক দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু করেন। তিনি ৮৬ বলে শতরান পূর্ণ করেন এবং ৩০তম ওভারের প্রথম বলে একটি সিঙ্গেল নিয়ে ১০০ রান করেন। দ্বিতীয় শতরানে পৌঁছতে তার ৫৯টি বল লাগে। ৪৫তম ওভারের তৃতীয় বলে একটি চারের মাধ্যমে ২০০ রান পূর্ণ করেন তিনি। এটা ছিল এক অদ্ভুত মিল, কারণ তার প্রথম শতরান এবং দ্বিশতরান — দুটোই শেল্টন মাজভিটোরের ওভারে হয়।
advertisement
advertisement
ভ্যান শাল্কভিক মোট ২১৫ রান করেন। ১৫৩ বলের ইনিংসে তিনি ১৯টি চার এবং ৬টি ছয় মারেন — অর্থাৎ তার ২১৫ রানের মধ্যে ১১২ রানই এসেছে বাউন্ডারি থেকে। ইনিংস চলাকালীন তিনি তৃতীয় উইকেটে জেসন রলসের (৭৬) সঙ্গে ১৭৮ রানের জুটি গড়েন। এরপর চতুর্থ উইকেটে পল জেমসের (৪১ রান, ২২ বল) সঙ্গে ১০৫ রান যোগ করেন। ভ্যান শাল্কভিকের এই দ্বিশতরানে সাহায্যে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৩৮৫ রান করে।
advertisement
ভ্যান শাল্কভিক তিন দিন আগে দ্বিশতরান থেকে একটু দূরে থেমে গিয়েছিলেন, কিন্তু এবার তিনি সুযোগ হাতছাড়া করেননি। মঙ্গলবার বেনোনিতে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিনি ১৫৬ বলে অপরাজিত ১৬৪ রান করেছিলেন। সেই ইনিংসে ছিল ১৪টি চার এবং ৪টি ছয়। অন্যদিকে, ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জন্য ইংল্যান্ড সফরে ভাল পারফর্ম করেছিলেন বৈভব সূর্যবংশী। তিনি শতরান করেছিলেন, কিন্তু দ্বিশতরানের করতে পারেননি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Vaibhav Suryavanshi: বিশ্ব ক্রিকেটে চলে এল নতুন 'বৈভব'! সূর্যবংশীর স্বপ্ন ভেঙে চুরমার! এমন বিশ্বরেকর্ড গড়লেন তিনি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement