পরে অনেক লড়াই করে ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন জিম্বাবোয়েতে। এর আগে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, ক্যারিবিয়ান লিগে খেলেছেন। কিন্তু আইপিএল খেলা হয়নি। এবার এসেছে সেই সুযোগ। যার জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন সিকান্দার। পঞ্জাব কিংস ৫০ লাখ টাকায় তাকে নিয়েছে। মাঠে নামতে মুখিয়ে আছেন রাজা।
আরও পড়ুন - বুমরাহর অভাব ঢাকবে আর্চার, আইপিএল শুরুর আগে নতুন শপথ মুম্বই অধিনায়ক রোহিতের
advertisement
জন্মসূত্রে পাকিস্তানি হলেও তিনি জিম্বাবোয়ের নাগরিক। ফলে আইপিএল খেলতে অসুবিধা নেই। জিম্বাবোয়ে থেকে চতুর্থ প্লেয়ার যিনি আইপিএল খেলবেন। সিকান্দার বলেছেন অনেক দিনের স্বপ্ন ছিল আইপিএল খেলা। আসলে তিনি নিজেও পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ছেলে। আর খেলবেন সেই পঞ্জাবের হয়ে। এটা অনেক বেশি গর্বের ব্যাপার তার কাছে।
টাকার থেকেও গুরুত্বপূর্ণ তার বায়োডাটায় আইপিএল লেখা থাকবে। আসলে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল জিম্বাবোয়ে। বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন রাজা। শিখর ধাওয়ান এবং পাঞ্জাবের কোচ বেলিস দুজনেই সিকান্দারকে আদর্শ টি-টোয়েন্টি ক্রিকেটার মনে করেন। তিনটে বিভাগেই তিনি যথেষ্ট দক্ষ।
রাজা অবশ্য জানিয়ে দিয়েছেন পঞ্জাবকে চ্যাম্পিয়ন করার জন্য তিনি নিজের সেরা ক্রিকেট উপহার দেবেন। অফস্পিনার হিসেবেও রাজা মিডল ওভারে উইকেট তুলে নিতে পারেন। দেখা যাক রাজার হাত ধরে পঞ্জাব প্রথমবার আইপিএলের সিকান্দার হতে পারে কিনা।
