TRENDING:

BCCI vs Kohli: হঠাৎই নেটিজেনদের তোপের মুখ দাদা! নির্বাচন কমিটির মিটিংয়ে কেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ

Last Updated:

প্রশ্ন তোলেন কোন নিয়মে সৌরভ গঙ্গোপাধ্যায় (dada) বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পরেও দল নির্বাচনের জন্য সিলেক্টরদের বৈঠকে হাজির (Sourav Ganguly in team selection meeting) থাকতেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই বনাম বিরাট কোহলি (BCCI vs Kohli) বিতর্ক থিতু হচ্ছে না কিছুতেই৷ বিরাট অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পরে নেটিজেনদের একটা বড় অংশ এক পক্ষে আবার একটা বড় অংশ এই পদক্ষেপের বিপক্ষে মত দিয়েছে৷ এদিকে এরইমধ্যে বিসিসিআই  (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিরুদ্ধে নেটিজেনদের একটা বড় অংশ একহাত নিয়েছে৷ সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক ইন্টারভিউতে এই খবর দাবি করা হয়েছে নির্বাচন কমিটির বৈঠকে হাজির থাকতেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), বিসিসিআই সচিব জয় শাহ৷ আর এরপরেই উত্তাল নেটদুনিয়া৷ কারণ বোর্ডের নিয়ম অনুযায়ি কোনওদিনই নির্বাচন কমিটির বৈঠকে নিয়মিত বোর্ড প্রেসিডেন্ট  (Sourav Ganguly in team selection meeting) থাকার কথা নয়৷
BCCI vs Kohli: bcci president sourav ganguly role in team selection meeting fans reacted badly against dada- Photo Courtesy- BCCI/Twitter
BCCI vs Kohli: bcci president sourav ganguly role in team selection meeting fans reacted badly against dada- Photo Courtesy- BCCI/Twitter
advertisement

আজ থেকে ছয়মাস আগে তিন ফর্ম্যাটেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন৷ আর আজ তিনটি ফর্ম্যাটের কোনওটিতেই তিনি আর অধিনায়ক নন৷ রোহিত শর্মা ওয়ান ডে ও টি টোয়েন্টির অধিনায়ক আগেই হয়েছিলেন কিন্তু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে হারের পর টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ান বিরাট কোহলি৷ দক্ষিণ আফ্রিকা পৌঁছে বিরাট কোহলি বলেনছিলেন বোর্ডের পক্ষ থেকে ছোট ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ার জন্য তারওপর চাপ দেওয়া হয়েছিল৷ বিসিসিআই যা পুরোপুরি অস্বীকার করে৷ বিসিসিআই বনাম কোহলি (BCCI vs Kohli) লড়াই সেই সময় থেকেই সামনে চলে এসেছিল৷

advertisement

একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্রিকেটের একটি শো-তে সাংবাদিক এই প্রশ্ন তোলেন কোন নিয়মে সৌরভ গঙ্গোপাধ্যায় (dada) বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পরেও দল নির্বাচনের জন্য সিলেক্টরদের বৈঠকে হাজির  (Sourav Ganguly in team selection meeting) থাকতেন৷ এই ভিডিও ক্লিপও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ আর এই ভাইরাল ভিডিও দেখে সকলেই এখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে তোপ দাগছেন৷

advertisement

আরও পড়ুন - Ranji Trophy News: গ্রুপ পর্ব ১৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, নকআউট জুনে

কিছু ফ্যানরা মানছেন বিসিসিআইয়ের (BCCI) দায়িত্ব সৌরভ গঙ্গোপাধ্যায় (Dada) ও জয় শাহের ওপর যাওয়ার পরেই ক্রিকেটের বড় ক্ষতি হয়েছে৷ এই ভিডিও ফ্যানরা দেখার পর এতটাই বেশি হয়েছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা দাবি করেছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এটা শেষ টুর্নামেন্ট ছিল টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেটের অধিনায়ক হিসেবে৷ টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই টি টোয়েন্টি -র দায়িত্ব যায় রোহিত শর্মার হাতে৷  ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সফরের আগেই একদিনের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলেন৷ টেস্টে ২-১ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর বিরাট টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দেন৷ তিন ফর্ম্যাটেও বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের  (Sourav Ganguly) ওপর ক্ষেপে রয়েছে নেটদুনিয়ার ফ্যানরা৷

বাংলা খবর/ খবর/খেলা/
BCCI vs Kohli: হঠাৎই নেটিজেনদের তোপের মুখ দাদা! নির্বাচন কমিটির মিটিংয়ে কেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল