আজ থেকে ছয়মাস আগে তিন ফর্ম্যাটেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন৷ আর আজ তিনটি ফর্ম্যাটের কোনওটিতেই তিনি আর অধিনায়ক নন৷ রোহিত শর্মা ওয়ান ডে ও টি টোয়েন্টির অধিনায়ক আগেই হয়েছিলেন কিন্তু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে হারের পর টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ান বিরাট কোহলি৷ দক্ষিণ আফ্রিকা পৌঁছে বিরাট কোহলি বলেনছিলেন বোর্ডের পক্ষ থেকে ছোট ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ার জন্য তারওপর চাপ দেওয়া হয়েছিল৷ বিসিসিআই যা পুরোপুরি অস্বীকার করে৷ বিসিসিআই বনাম কোহলি (BCCI vs Kohli) লড়াই সেই সময় থেকেই সামনে চলে এসেছিল৷
advertisement
একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্রিকেটের একটি শো-তে সাংবাদিক এই প্রশ্ন তোলেন কোন নিয়মে সৌরভ গঙ্গোপাধ্যায় (dada) বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পরেও দল নির্বাচনের জন্য সিলেক্টরদের বৈঠকে হাজির (Sourav Ganguly in team selection meeting) থাকতেন৷ এই ভিডিও ক্লিপও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ আর এই ভাইরাল ভিডিও দেখে সকলেই এখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে তোপ দাগছেন৷
আরও পড়ুন - Ranji Trophy News: গ্রুপ পর্ব ১৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, নকআউট জুনে
কিছু ফ্যানরা মানছেন বিসিসিআইয়ের (BCCI) দায়িত্ব সৌরভ গঙ্গোপাধ্যায় (Dada) ও জয় শাহের ওপর যাওয়ার পরেই ক্রিকেটের বড় ক্ষতি হয়েছে৷ এই ভিডিও ফ্যানরা দেখার পর এতটাই বেশি হয়েছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা দাবি করেছেন৷
টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এটা শেষ টুর্নামেন্ট ছিল টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেটের অধিনায়ক হিসেবে৷ টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই টি টোয়েন্টি -র দায়িত্ব যায় রোহিত শর্মার হাতে৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সফরের আগেই একদিনের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলেন৷ টেস্টে ২-১ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর বিরাট টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দেন৷ তিন ফর্ম্যাটেও বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ওপর ক্ষেপে রয়েছে নেটদুনিয়ার ফ্যানরা৷