রোহিত শর্মা ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে বুধবার অবসরের ঘোষণা করেন। রাজীব শুক্লা পিটিআইকে বলেন, “যতদূর টেস্ট ক্রিকেট থেকে অবসরের বিষয়, রোহিত নিজেই সিদ্ধান্ত নিয়েছেন।” তিনি আরও বলেন, “আমাদের নীতি হল, যেসব খেলোয়াড় অবসরের সিদ্ধান্ত নেন, আমরা তাদের ওপর কোনো চাপ দিই না, কোনও পরামর্শ দিই না, আমরা কিছু বলি না।”
advertisement
রোহিত শর্মার ভূয়সী প্রশংসাও করেছেন রাজীব শুক্লা। রাজীব শুক্লা বলেন,”পাঁচ দিনের ক্রিকেটে রোহিতের অবদান বিশাল। তাঁর প্রশংসা যতই করা হোক, তা কম হবে। তিনি একজন মহান ব্যাটসম্যান। ভাল বিষয় হল, তিনি এখনও সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেননি। তাই আমরা অবশ্যই তাঁর অভিজ্ঞতা ও প্রতিভার সুফল আরও পাব।”
রোহিত শর্মার অধিনায়কত্ব ছাড়ার পর এখন দেখার বিষয়, ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব কাকে দেওয়া হয়। জসপ্রিত বুমরাহ, কে এল রাহুল এবং শুভমান গিল সম্ভাব্যদের তালিকায় রয়েছেন। অধিনায়ক হিসেবে সম্ভাব্য নাম সম্পর্কে জানতে চাইলে শুক্লা বলেন, এটি পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। রাজীব শুক্লার কথায়, “কোনো ধরনের জল্পনা হওয়া উচিত নয়। নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের জানাবেন কে অধিনায়ক হচ্ছেন। এটি একান্তই তাঁদের সিদ্ধান্ত।” তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এগিয়ে শুভমান গিল।
