KKR News: গ্রিন-পাথিরানা-মুস্তাফিজুর সহ ১৩ জনকে কিনল কেকেআর, দেখে নিন কারা হলেন নতুন নাইট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: নিলামে পার্সে বেশি টাকা থাকার অ্যাডভান্ডেজও নিল ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। একের পর এক তারকা ক্রিকেটারদের কিনে চমক দিল কিং খানের দল।
advertisement
1/5

আইপিএল ২০২৬-এর নিলামে ১০ দলের মধ্যে সবথেকে বেশি ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা নিয়ে নিলামে নেমেছিল কেকেআর। সর্বাধিক ১৩ জন প্লেয়ার কিনতে পারত কেকেআর।
advertisement
2/5
আর নিলামে পার্সে বেশি টাকা থাকার অ্যাডভান্ডেজও নিল ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। একের পর এক তারকা ক্রিকেটারদের কিনে চমক দিল কিং খানের দল।
advertisement
3/5
এবারের নিলামে সর্বোচ্চ দামের ক্রিকেটারও কেনে কেকেআর। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকা দিয়ে কেনে কেকেআর। এছাড়া মাথিশা পাথিরানাকে ১৮ কোটি ও মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি দিয়ে কেনে নাইটরা।
advertisement
4/5
গতবার হতাশাজনক পারফরম্যান্সের পর দলের একাধিক তারকা ক্রিকেটারকে রিলিজ করে নাইটরা। এবার ভাল ফলের লক্ষ্যে ব্যাটিং-বোলিং-অলরাউন্ডার সব বিভাগে ভারসাম্যপূর্ণ দল গড়ে কেকেআর।
advertisement
5/5
এক ঝলকে দেখে নিন কাদের এবার নিলামে দলে নিল কেকেআর- ক্যামেরন গ্রিন- ২৫.২০ কোটি, মাথিশা পাথিরানা- ১৮ কোটি, মুস্তাফিজুর রহমান- ৯.২০ কোটি, তেজস্বী সিং- ৩ কোটি, রাচিন রবীন্দ্র- ২ কোটি, ফিন অ্যালেন- ২ কোটি, টিম সেইফার্ট- ১.৫০ কোটি, আকাশ দীপ- ১কোটি, রাহুল ত্রিপাঠী- ৭৫ লক্ষ, কার্তিক ত্যাদি- ৩০ লক্ষ, প্রশান্ত সোলাঙ্কি- ৩০ লক্ষ, সার্থক রঞ্জন- ৩০ লক্ষ, দক্স কামরা- ৩০ লক্ষ।