এখন ভারতীয় ক্রিকেট দলে টেস্ট ফর্ম্যাটে কে অধিনায়কের (New Captain) দায়িত্ব সামলাবেন সেটা লক্ষ টাকার প্রশ্ন৷ রোহিত শর্মাই কি তিনটি ফর্ম্যাটেই এই দায়িত্ব সামলাতে চলেছেন? বিসিসিআই (BCCI) তাঁর ওয়ার্কলোড কমানোর জন্য কেএল রাহুলকে (KL Rahul) দায়িত্ব কি দেওয়া হতে পারে৷ এই প্রশ্নের উত্তরের মধ্যে এই খবর সামনে এসেছে যে বিসিসিআই রোহিত শর্মাকেই (Rohit Sharma) টেস্ট ফর্ম্যাটেও অধিনায়ক রাখবেন৷ তাঁর নামই নিশ্চিত হয়ে গেছে৷ খুব দ্রুত এই সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে৷
advertisement
ইনসাইড স্পোর্টসকে বিসিসিআইয়ের (BCCI) শীর্ষাধিকারী জানিয়েছেন রোহিত শর্মাই (Rohit Sharma) আগামী টেস্ট অধিনায়ক (New Captain) হবেন৷ আর দক্ষিণ আফ্রিকা সিরিজে ১৯ জানুয়ারি থেকে ওয়ানডে সিরিজের পর তাঁর নাম সরকারি ভাবে ঘোষণা করা হবে৷
আরও পড়ুন - Corona Restrictions: বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যু, ওদলাবাড়িতে নিয়ম মানাতে রাস্তায় নামলেন এসডিও
রোহিত শর্মা (Rohit Sharma ) হবেন টেস্ট দলের অধিনায়ক (New Captain)
বিসিসিআই আধিকারিক ইনসাইডস্পোর্টসকে জানিয়েছে, ‘‘এতে কোনও সন্দেহ নেই রোহিত শর্মাই ভারতের নতুন টেস্ট অধিনায়ক হবেন৷ রোহিতকে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সহ অধিনায়ক বানানো হয়েছিল৷ এখন যখন বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তখন তাঁকেই টেস্ট অধিনায়ক রূপে প্রমোট করা হবে৷ জলদি এর ঘোষণা করে দেওয়া হবে৷’’
আরও পড়ুন - IND vs SL: ভারতীয় দলে বড় রদবদল, খোলনলচে আমূল বদলে যাওয়ার সম্ভবনা
রোহিত শর্মাকে ফিটনেস নিয়ে কাজ করতে হবে
বিসিসিআই (BCCI) আধিকারিক আগে জানিয়েছেন, ‘‘সিলেক্টররা রোহিতের সঙ্গে তাঁর ওয়ার্কলোড এবং ফিটনেসের বিষয় নিয়ে কথা বলবেন৷ যদি ওঁকে ভারতের টেস্ট অধিনায়ক করা হয় তাহলে তাঁর ওয়ার্কলোড অনেকটাই বেড়ে যাবে৷ কারণ সবে সবে তাঁকে টি টোয়েন্টি এবং ওয়ানডে-তে অধিনায়ক করা হয়েছে৷ এর জন্য নিজেকে প্রচুর স্ফূর্তিতে এবং ফিট থাকতে হবে৷ আমার মনে হয় সিলেক্টররা তাঁর সঙ্গে কথা বলবেন৷ ওঁকে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে হবে