TRENDING:

New Captain: বিরাট কোহলির পর এবার কে, কত তাড়াতাড়ি জানাবে বোর্ড

Last Updated:

New Captain:বিসিসিআই (BCCI) তাঁর ওয়ার্কলোড কমানোর জন্য কেএল রাহুলকে (KL Rahul) দায়িত্ব কি দেওয়া হতে পারে৷ এই প্রশ্নের উত্তরের মধ্যে এই খবর সামনে এসেছে যে বিসিসিআই রোহিত শর্মাকেই (Rohit Sharma) টেস্ট ফর্ম্যাটেও অধিনায়ক রাখবেন৷ তাঁর নামই নিশ্চিত হয়ে গেছে৷ খুব দ্রুত এই সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিরাট কোহলি  (Virat Kohli Resigns) ২ দিন আগে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন৷ তিনি আগেই টি টোয়েন্টি ২০ আর ওয়ানডে -র অধিনায়কত্ব (Virat Kohli Resigns) ছেড়ে দিয়েছিলেন৷ এই অবস্থায় এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর কে অধিনায়ক হবেন? দক্ষিণ আফ্রিকা সফরের জন্য রোহিত শর্মাকে (Rohit Sharma) সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছিল৷ কিন্তু চোটের কারণে তিনি ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় কেএল রাহুলকে (KL Rahul) দায়িত্ব দেওয়া হয়৷ যিনি বিরাট কোহলি চোট পাওয়ায় জোহনেসবার্গ টেস্টে অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন৷ কিন্তু দ্বিতীয় টেস্টে ভারতীয় দল (Indian Cricket Team) ম্যাচ হেরেছিল৷
BCCI to officially name Rohit Sharma as Virat Kohli successor as test captain- Photo- AP
BCCI to officially name Rohit Sharma as Virat Kohli successor as test captain- Photo- AP
advertisement

এখন ভারতীয় ক্রিকেট দলে টেস্ট ফর্ম্যাটে কে অধিনায়কের (New Captain) দায়িত্ব সামলাবেন সেটা লক্ষ টাকার প্রশ্ন৷ রোহিত শর্মাই কি তিনটি ফর্ম্যাটেই এই দায়িত্ব সামলাতে চলেছেন? বিসিসিআই (BCCI) তাঁর ওয়ার্কলোড কমানোর জন্য কেএল রাহুলকে (KL Rahul) দায়িত্ব কি দেওয়া হতে পারে৷ এই প্রশ্নের উত্তরের মধ্যে এই খবর সামনে এসেছে যে বিসিসিআই রোহিত শর্মাকেই (Rohit Sharma) টেস্ট ফর্ম্যাটেও অধিনায়ক রাখবেন৷ তাঁর নামই নিশ্চিত হয়ে গেছে৷ খুব দ্রুত এই সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে৷

advertisement

ইনসাইড স্পোর্টসকে বিসিসিআইয়ের (BCCI) শীর্ষাধিকারী জানিয়েছেন রোহিত শর্মাই (Rohit Sharma)  আগামী টেস্ট অধিনায়ক (New Captain) হবেন৷ আর দক্ষিণ আফ্রিকা সিরিজে ১৯ জানুয়ারি থেকে ওয়ানডে সিরিজের পর তাঁর নাম সরকারি ভাবে ঘোষণা করা হবে৷

আরও পড়ুন - Corona Restrictions: বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যু, ওদলাবাড়িতে নিয়ম মানাতে রাস্তায় নামলেন এসডিও

advertisement

রোহিত শর্মা (Rohit Sharma ) হবেন টেস্ট দলের অধিনায়ক (New Captain)

বিসিসিআই আধিকারিক ইনসাইডস্পোর্টসকে জানিয়েছে, ‘‘এতে কোনও সন্দেহ নেই রোহিত শর্মাই ভারতের নতুন টেস্ট অধিনায়ক হবেন৷ রোহিতকে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সহ অধিনায়ক বানানো হয়েছিল৷ এখন যখন বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তখন তাঁকেই টেস্ট অধিনায়ক রূপে প্রমোট করা হবে৷ জলদি এর ঘোষণা করে দেওয়া হবে৷’’

advertisement

আরও পড়ুন - IND vs SL: ভারতীয় দলে বড় রদবদল, খোলনলচে আমূল বদলে যাওয়ার সম্ভবনা

রোহিত শর্মাকে ফিটনেস নিয়ে কাজ করতে হবে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিসিসিআই (BCCI) আধিকারিক আগে জানিয়েছেন, ‘‘সিলেক্টররা রোহিতের সঙ্গে তাঁর ওয়ার্কলোড এবং ফিটনেসের বিষয় নিয়ে কথা বলবেন৷ যদি ওঁকে ভারতের টেস্ট অধিনায়ক করা হয় তাহলে তাঁর ওয়ার্কলোড অনেকটাই বেড়ে যাবে৷ কারণ সবে সবে তাঁকে টি টোয়েন্টি এবং ওয়ানডে-তে অধিনায়ক করা হয়েছে৷ এর জন্য নিজেকে প্রচুর স্ফূর্তিতে এবং ফিট থাকতে হবে৷ আমার মনে হয় সিলেক্টররা তাঁর সঙ্গে কথা বলবেন৷ ওঁকে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে হবে

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
New Captain: বিরাট কোহলির পর এবার কে, কত তাড়াতাড়ি জানাবে বোর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল