বিসিসিআইয়ের আধিকারিক নিজের নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, ‘‘অনেক কিছু এই বিষয়ের ওপর নির্ভর করছে যে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে কীভাবে পারফরম্যান্স করছে তার ওপর৷ বোর্ডে বহু মানুষ চেতন শর্মাকে নিয়ে খুশি নয়৷ কিন্তু এখনও তিনি পদেই থাকবেন যতক্ষণ না বিসিসিআইয়ের নতুন উপদেষ্টারা (সিএসি) নতুন দল নির্বাচন না করে৷
আরও পড়ুন - Job Vacancy: ভারতীয় কোস্ট গার্ডের অনেক ভ্যাকেন্সি, বেতন হতে পারে ৬৩,২০০ টাকা!
advertisement
চেতন শর্মাকে নিজের ভবিষ্যতের বিষয়ে জানার জন্য এখন অপেক্ষা করতে হবে৷ কিন্তু আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে পূর্বের প্রতিনিধি দেবশিস মোহান্তিকে কিছুদিনের মধ্যেই নিজের পদ ছাড়তে হবে৷ কারণ তিনি জুনিয়র ও সিনিয়র সিলেকশন কমিটি নিয়ে মোট চার বছর পুরো করে নেবেন৷
এক আধিকারিক গোপনীয়তা বজায় রাখার শর্তে বলেছেন, ‘‘আবে কুরুভিল্লার সঙ্গে যে নিয়ম কার্যকারী তা মোহান্তির ওপরও কার্যকারী হবে৷ দেবু (মোহান্তি) ২০১৯-র শুরুতে জুনিয়র প্যানেলে সিওএ দ্বারা যুক্ত করা হয়েছিল৷ দেবাং গান্ধীর কার্যকাল পুরো হওয়ায় তিনি সিনিয়র সিলেকশনের এসেছিলেন৷’’
রজার বিন্নি দায়িত্ব পেতেই বদলের ইঙ্গিত
বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিন্নি এজিএমের পর বলেন তাঁর জন্য ক্রিকেটারদের লাগাতার চোট চিন্তার বিষয়৷ তিনি কথা দিয়েছেন তিনি সব সমস্যার তল অবধি পৌঁছেছেন৷ এরই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের পিচে বদল করার মতো অ্যাজেন্ডায় কাজ করবেন৷
রজার বিন্নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে বিসিসিআই অধ্যক্ষের পদে দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক সম্মেলনে বলেন , ‘‘আমরা ক্রিকেটারদের চোট কম করার জন্য কিছু না কিছু করব, তাতে বদল আনার চেষ্টা করব৷ ’’