শুক্রবার ইডেনে এসে সৌরভ বলেন, "বিদেশে নয়, আগামী বছর আইপিএল ভারতেই হবে।" চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারতে আয়োজিত হওয়া আইপিএল স্থগিত করতে বাধ্য হন বোর্ড কর্তারা।
জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও করোনায় আক্রান্ত হয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। কয়েক মাস পর টুর্নামেন্টের অর্ধেক ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যান বোর্ড কর্তারা। তবে বোর্ড সভাপতির ঘোষণা অনুযায়ী আগামী বছর আইপিএলের দেশের মাটিতেই হবে।
advertisement
আরও পড়ুন- মনের কথা বুঝতে পারে অধিনায়ক রোহিত, কেন এমন বললেন কে এল রাহুল?
সেই সময় যদি করোনার পরিস্থিতি একইরকম থাকে তাহলে কী হয় সেটা দেখার! ইতিমধ্যেই চলতি বছরের আইপিএল শেষ হতে না হতেই বেজে গিয়েছে আগামী বছরের আইপিএলের দামামা। নতুন দুই ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই প্রত্যেকটি দলকে জানিয়ে দেওয়া হয়েছে, মেগা নিলামের নিয়ম। পুরনো দলের কতজন ক্রিকেটারকে রাখা যাবে তা জানিয়ে দিয়েছে বিসিসিআই। জানুয়ারিতে মেগা নিলাম। এরপর নির্ধারিত সময়ে অর্থাৎ এপ্রিল-মে মাসে আইপিএলের আয়োজন করবে বিসিসিআই।
আইপিএল সংক্রান্ত বিষয় ছাড়াও ভারতীয় ক্রিকেট নিয়ে নিজের বক্তব্য পেশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করেন মহারাজ। টি-টোয়েন্টির অধিনায়ক রোহিতের সঙ্গে রাহুল দ্রাবিড়ের জুটিতে সাফল্য আসবে বলে মনে করেন দাদা।
আরও পড়ুন- অবসর ভেঙে ২২ গজে ফিরছেন সৌরভ! ৩ ডিসেম্বর কোন মাঠে নামছেন 'মহারাজ'?
অন্যদিকে দীর্ঘদিন পর ভারতে ক্রিকেট মাঠে দর্শক ফেরায় খুশি সৌরভ। আগামী রবিবার ইডেনে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঐতিহ্য মেনে ইডেন বেল বাজাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে ব্যাট হাতে ফের মাঠে নামতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার নিজের প্রিয় ইডেনের ২২ গজে নামবেন মহারাজ। ৩ ডিসেম্বর ইডেনে প্যাড, গ্লাভস পরে ফের একবার দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে। ফের একবার বোর্ড প্রেসিডেন্টের বাপি বাড়ি যা দেখার অপেক্ষায় কলকাতা।
এটা কিন্তু কোনও বিজ্ঞাপনের শুটিং নয়। সত্যি ক্রিকেট ম্যাচ খেলবেন সৌরভ। তবে ভারতীয় জার্সিতে নয়। দাদা মাঠে নামবেন বিসিসিআইয়ের জার্সিতে। আসল ঘটনা হলো ৪ ডিসেম্বর কলকাতায় বিসিসিআইয়ের এজিএম রয়েছে। প্রথা অনুযায়ী, এজিএমের আগের দিন বোর্ডের সমস্ত কর্তারা নিজেদের মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজন করেন। এবারও বোর্ডের এজিএমের আগের দিন ক্রিকেট ম্যাচ হবে ইডেনে। বোর্ড সভাপতি একাদশ এবং বোর্ড সচিব একাদশের ম্যাচ।