#কলকাতা: ব্যাট হাতে ফের মাঠে নামতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় (BCCI President Sourav Ganguly)। এ বার নিজের প্রিয় ইডেনের ২২ গজে নামবেন মহারাজ। ৩ ডিসেম্বর ইডেনে প্যাড,গ্লাভস পরে ফের একবার দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে। ফের একবার বোর্ড প্রেসিডেন্টের 'বাপি বাড়ি যা' দেখার অপেক্ষায় কলকাতা। তবে এটা কিন্তু কোনও বিজ্ঞাপনের শুটিং নয়। সত্যি ক্রিকেট ম্যাচ খেলবেন সৌরভ। তবে ভারতীয় জার্সিতে নয়। দাদা মাঠে নামবেন বিসিসিআইয়ের জার্সিতে।
আসলে ৪ ডিসেম্বর কলকাতায় বিসিসিআইয়ের (BCCI) এজিএম (AGM)। প্রথা অনুযায়ী এজিএমের আগের দিন বোর্ডের সমস্ত কর্তারা নিজেদের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলেন। গতবছর আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ব্যাট হাতে সৌরভকে খেলতে দেখা গিয়েছিল। সেই ম্যাচে হাফ সেঞ্চুরিও করেছিলেন দাদা। এ বার বোর্ডের এজিএম কলকাতায়। তাই আগের দিন ক্রিকেট ম্যাচ হবে ইডেনে। বোর্ড সভাপতি একাদশ এবং বোর্ড সচিব একাদশের ম্যাচ। অর্থাৎ সৌরভ বনাম জয় শাহ মুখোমুখি ক্রিকেট ম্যাচে। বোর্ড কর্তাদের ম্যাচ আয়োজনের আগে সিএবি কর্তাদের কাঁধে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে নামার আগে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তুতি দেখতে হাজির সৌরভ। ইডেনে এসেই ফের চেনা মেজাজে ধরা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিশ্বকাপ আয়োজন করার পর দুবাই থেকে শুক্রবার সকালে ফিরেই সন্ধ্যেবেলা ইডেনে চলে যান দাদা। মাঠে ঢুকে সোজা প্রবেশ করেন 22 গজে। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে নিয়ে পিচ পরিদর্শন করেন। পরিকাঠামো এবং প্রস্তুতি সংক্রান্ত সমস্ত খবর নেন। ইডেনে কোন আন্তর্জাতিক ম্যাচ থাকলে বরাবরই সৌরভ (Sourav Ganguly) খেলার আগে পিচ পরীক্ষা করেন। এ বারও তার ব্যতিক্রম হল না। এ দিন ঘন্টাখানেক সিএবিতে নিজের নামাঙ্কিত ঘরে সময় কাটান সৌরভ। ইডেন থেকে বাড়ি ফেরার সময় সৌরভ জানান, "প্রায় দু'বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের আসর ইডেনে বসছে এটা খুবই ভাল খবর। মাঠে দর্শক প্রবেশের অনুমতি মিলেছে সেটাও আনন্দের। আশাকরি একটা ভাল ম্যাচ হবে।"
অন্যদিকে ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করেন। টি-টোয়েন্টির অধিনায়ক রোহিতের সঙ্গে রাহুল দ্রাবিড়ের জুটিতে সাফল্য আসবে বলে মনে করেন দাদা। সৌরভ (Sourav Ganguly) এ দিনই ঘোষণা করে দেন, "ভিনদেশে নয়, আগামী বছর আইপিএল আয়োজিত হবে ভারতে।" আগামী রবিবার ইডেনে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঐতিহ্য মেনে ইডেন বেল বাজাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ERON ROY BURMAN
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।