১০২ ইনিংসে সেঞ্চুরি নেই কোহলির। এখন অনন্ত আইপিএলের ৯ ম্যাচে মাত্র ১২৮ রান করেছেন বিরাট। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের ভারতীয় দলে নাও থাকতে পারেন কোহলি। ঠিক বাদ নয়, বিশ্রামের ভাবনা কোহলিকে নিয়ে। বিরাটকে একটা দুটো সিরিজ বিশ্রাম দেওয়ার ভাবনা নির্বাচকদের। বিরাটের সঙ্গে কথা বলবেন নির্বাচকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরীক্ষা-নিরীক্ষার পথে টিম ম্যানেজমেন্ট।
advertisement
আইপিএল শেষ হলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে পাঁচটি টি টোয়েন্টি খেলবে ভারত। ৫ টি ভিন্ন শহরে হবে এই খেলা। ভারতীয় বোর্ড কর্তারা ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট নিয়ে রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করবেন বলে খবর। বিরাট, রোহিত, ঋষভ পন্থ, কে এল রাহুল, বুমরাহ, শামিদের মত প্রথম দলের ক্রিকেটাররা ঘুরিয়ে-ফিরিয়ে খেলুক, চাইছে বোর্ড।
এর মধ্যে কয়েকজনকে পাঁচটির ভেতর কয়েকটি ম্যাচ খেলানো হতে পারে। আবার কয়েকজনকে পূর্ণ বিশ্রাম দেওয়া হতে পারে। পুরোটাই ঠিক হবে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার সঙ্গে কথা বলে। ঘরের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার পর ভারতকে আবার খেলতে যেতে হবে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে।
সেখানেও কোন ক্রিকেটাররা যাবেন আলোচনা করে ঠিক হবে। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমন বায়ো বাবল থাকবে না, তেমনই বিদেশেও হার্ড কোয়ারেন্টাইন থাকবে না ভারতীয় ক্রিকেটারদের জন্য।