ATKMB practice : এএফসি কাপে কোন প্রতিপক্ষকে সবচেয়ে শক্তিশালী মানছেন মোহনবাগান কোচ ? জানুন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Juan Ferrando believes Basundhara Kings of Bangladesh strong challenge in AFC Cup. এএফসি কাপে বাংলাদেশের ক্লাবকে নিয়ে চিন্তিত মোহনবাগান কোচ
#কলকাতা: বাংলাদেশের আবাহনীর বিরুদ্ধে খেলার পর এটিকে মোহনবাগান ফুটবলাররা এক সপ্তাহের ছুটি কাটাতে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। কিন্তু কলকাতায় হোটেলের ঘরেই নিজেকে বন্দী রেখেছিলেন স্প্যানিশ কোচ হুয়ান। আসলে গোয়ায় থাকার সময় কলকাতার ফুটবল নিয়ে পড়াশোনা করলেও হাতে-কলমে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেননি। তাই যত তাড়াতাড়ি সম্ভব কলকাতার ফুটবল সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চাইছেন হুয়ান।
মোহনবাগানের মত ঐতিহ্যশালী ক্লাবের সমর্থকরা বিরাট শক্তি বুঝতে পেরেছেন তিনি। নিজে বার্সেলোনার মানুষ। তাই একটি শহরের ফুটবল প্রেমের নাড়ি বুঝতে অসুবিধা হয় না তার। এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার লক্ষ্যে মঙ্গলবার সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ডে পুরোদমে অনুশীলন শুরু করল এটিকে মোহন বাগান। এদিন প্রীতম-বোমাসরা প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেন।
advertisement
advertisement
Back to business ⚽️💪#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia pic.twitter.com/9LD0In31TO
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) April 27, 2022
কোচ হুয়ান ফেরান্দো জানান, বসুন্ধরা বাংলাদেশের সেরা দল। তবে গোকুলামকে আরও শক্তিশালী মনে হচ্ছে। আই লিগে এখনও অপরাজিত তারা। ডুরান্ডেও ভাল পারফরম্যান্স করেছে। বসুন্ধরার তিনটি ম্যাচের ভিডিও ক্লিপিংস দেখেছি। ওদের বিদেশিরা বেশ ভাল মানের। বাংলাদেশ লিগে ওরা খেলার মধ্যে রয়েছে।
advertisement
মালদ্বীপের মাজিয়ার চারটি ম্যাচের ভিডিও ক্লিপিংস দেখেছি। দলটির মধ্যে চোরা গতি রয়েছে। তাই গ্রুপ সেরা হয়ে পরের পর্বে খেলার জন্য আমাদের লড়াই করতে হবে। রয় কৃষ্ণা ছাড়া বাকি বিদেশিরা প্র্যাকটিসে হাজির ছিলেন। বাছাই পর্বে আবাহনী ম্যাচটি খেলতে কলকাতায় এসেছিলেন কার্ল ম্যাকহাগ।
তিনি আরটিপিসি-আর টেস্টে উত্তীর্ণ হতে পারেননি। এখন তিনি করোনামুক্ত। মোহনবাগান কোচ মনে করেন প্রথম দুটি ম্যাচে জয় পেলেও নিজেদের সেরা ফুটবল তুলে ধরতে পারেনি সবুজ মেরুন। তাই আসন্ন তিনটি ম্যাচে যুবভারতীতে আরো দৃষ্টিনন্দন এবং নিখুঁত ফুটবল তুলে ধরাই একমাত্র লক্ষ্য এটিকে মোহনবাগান কোচের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2022 5:54 PM IST