নিলামে ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে ২ কোটি টাকায় কিনেছে হার্দিক পান্ডিয়ার দল। কিন্তু জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘদিন থাকায় ক্লান্তির কারণে এ বারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রয়। ফলে তাঁর বদলির খোঁজে রয়েছে গুজরাত। এই অবস্থায় টুইটারে ট্রেন্ডিং সুরেশ রায়নাকে দলে নিয়েছে টাইটান্স। তাই নিয়ে হইচই পরে গিয়েছে। রায়না ভক্তদের ইচ্ছা জেসন রয়ের বদলে তাদের প্রিয় তারকাকে দলে নিক গুজরাত টাইটান্স।
advertisement
তাই টুইটারে ট্রেন্ডিং চলছিল হ্যাশট্যাগ #SureshRaina, #GujaratTitans। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অসংখ্য ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন রায়না। কিন্তু গত মরসুমে তার প্রদর্শন আশানুরুপ না হওয়ায় ও তার বয়সজনিত কারণে তাকে ছেড়ে দেয় সিএসকে। নিলামেও তাঁর জন্য দর হাঁকায়নি ধোনির দল।
এরই মধ্যে টুইটারে টাটা আইপিএল -ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অ্যাকাউন্ট থেকে রায়নার গুজরাতের জার্সিতে এক ছবি পোস্ট করে লেখা হয়েছে, আইপিএল ২০২২-এ গুজরাত টাইটান্সে জেসন রয়ের পরিবর্ত হিসেবে যোগ দিলেন সুরেশ রায়না। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে। তবে @TataIPL_ এই অ্যাকাউন্টটি আইপিএলের অফিসিয়াল অ্যাকাউন্ট নয়। আইপিএলের অফিসিয়াল অ্যাকাউন্ট হল @IPL।
ফলে রয়ের পরিবর্তে গুজরাতে রায়নার যোগ দেওয়া খবরটি সম্পূর্ণ ভুয়ো খবর বলেই জানা যাচ্ছে। ২০০৮ সাল থেকে আইপিএলে সব মিলিয়ে ২০৫ ম্যাচ খেলেছেন রায়না। করেছেন ৫৫২৯ রান। ১টা সেঞ্চুরি, ৩৯টা হাফসেঞ্চুরি রয়েছে তার। সর্বোচ্চ রান অপরাজিত ১০০।
আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট দিয়ে সমস্যা তৈরি না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে বিসিসিআই। বিশেষ সাইবার ক্রাইম বিভাগ তৈরি রাখতে পারে বোর্ড। এই ব্যাপারে বিভিন্ন এজেন্সির সঙ্গে কথা বলতে পারে বিসিসিআই। এর ফলে ফ্র্যাঞ্চাইজিদের অভিযোগ জানানো স্বাভাবিক ব্যাপার।