TRENDING:

সেপ্টেম্বরের শেষেই আইপিএল? দেশের মাঠেই টুর্নামেন্ট আয়োজনের চেষ্টায় বিসিসিআই

Last Updated:

টি টোয়েন্টি বিশ্বকাপের নির্ঘণ্টের উফরেই নির্ভর করছে আইপিএল-এর সূচি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা জারি থাকলেও আইপিএল নিয়ে পরিকল্পনা করতে শুরু করে দিল বিসিসিআই৷ মুম্বইয়ের একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইপিএল৷ চলতে পারে ৮ নভেম্বর পর্যন্ত৷
advertisement

এই দাবি যদি সত্যি হয়, তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের নির্ঘণ্টের উপরেই নির্ভর করছে আইপিএল-এর সূচি৷ প্রথমে শোনা গিয়েছিল, বিদেশেই হয়তো আইপিএল-এর আয়োজন করা হতে পারে৷ কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, ভারতেই আইপিএল আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে বিসিসিআই৷ তবে ওই সময় আইপিএল-এর আয়োজন হলে বর্ষার কথা মাথায় রেখে বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মাঠেই অধিকাংশ ম্যাচের আয়োজন করা হবে৷

advertisement

করোনা পরিস্থিতির উন্নতি হলে টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে মুম্বইতেও বেশ কিছু ম্যাচের আয়োজন করা হতে পারে৷

এখনও পর্যন্ত সরকারিভাবে আইপিএল দলগুলিকে এ বিষয়ে কিছু জানানো হয়নি৷ তবে মৌখিকভাবে দলগুলিকে বিসিসিআই এই সূচি সম্পর্কে আভাস দেওয়া হয়েছে বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে৷ অন্তত দু'টি ফ্র্যাঞ্চাইজি এই সূচিতে সম্মতি জানিয়েছে বলেও খবর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

তবে ওই সময় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আরও একটি সমস্যা রয়েছে৷ ওই সময়ই এশিয়া কাপ হওয়ার কথা৷ পাকিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এশিয়া কাপের সূচি বদল বা বাতিলের বিরোধিতা করতে পারে৷ পাক ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছে, আইপিএল আয়োজনের জন্য এশিয়া কাপের সূচিতে কোনও বদল তারা মেনে নেবে না৷

বাংলা খবর/ খবর/খেলা/
সেপ্টেম্বরের শেষেই আইপিএল? দেশের মাঠেই টুর্নামেন্ট আয়োজনের চেষ্টায় বিসিসিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল