ম্যাচে অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ফাইনাল শেষ না হলে সোমবার রিজার্ভ ডে-তে হবে খেলা। ভারতীয় দলে একটি পরিবর্তন হতে পারে। রাধা যাদবের পরিবর্তে আসতে পারেন স্নেহ রানা। নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ফাইনাল। খেলা শুরু হবে দুপুর ৩টে থেকে। চ্যাম্পিয়ন হতে পারলে বড় অঙ্কের পুরষ্কারমূল্যই অপেক্ষা করছে হরমনপ্রীতদের জন্য ৷ বোর্ড সূত্রে খবর, হরমনপ্রীতরা বিশ্বকাপ জিততে পারলে বিসিসিআই তত টাকাই দেবে, যত টাকা দেওয়া হয়েছিল ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলকে। সে বার রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ গোটা দলকে ১২৫ কোটি টাকা দিয়েছিল ভারতীয় বোর্ড। ভারতের মেয়েরা এবার ট্রফি জিতলে সেই টাকাই পেতে পারেন।
advertisement
আরও পড়ুন– নভেম্বর ২০২৫ রাশিফল: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
ইতিহাসের সামনে আজ ভারতের মেয়েরা (Photo: AP)
বৃষ্টিতে নিউজিল্যান্ডের দু’টি ম্যাচ ভেস্তে না গেলে হয়তো শেষ চারে জায়গাই হত না ভারতের। খানিকটা পড়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেনি ভারতীয় দল। সেমিফাইনালের আগে চোট পেয়ে অবশ্য ছিটকে গিয়েছেন প্রতিকা রাওয়াল। সাত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় শিবির। কিন্তু ঠিক সময়ে সেরা ফর্মে উদয় হয়েছেন জেমাইমা রড্রিগেজ। রানে ফিরেছেন অধিনায়ক হরমনপ্রীতও। তাই মান্ধানার রান না পাওয়া বা হঠাৎ দলে ঢোকা শেফালি ভার্মার ব্যর্থতা প্রভাব ফেলতে পারেনি। আজ, নবি মুম্বইয়ের মাঠে ভারতের মেয়েরা ইতিহাস গড়তে পারেন কি না, সেটাই এখন দেখার ৷
