শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, বিক্রম রাঠোর মূলত পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার কাজের প্রধান লক্ষ্য থাকবে ২০২৬ সালের আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করা। তিনি আগামী ১৮ জানুয়ারি থেকে কাজ শুরু করবেন এবং ১০ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা দলের সঙ্গে কাজ করবেন।
৫৬ বছর বয়সী বিক্রম রাঠোর ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি ভারতের হয়ে ৬টি টেস্ট ও ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। কোচ হিসেবে তার অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। তিনি সেপ্টেম্বর ২০১৯ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে কোহলি-রোহিতদের মত তারকাদের সামলানোর অভিজ্ঞতা রয়েছে বিক্রম রাঠোরের।
advertisement
আরও পড়ুনঃ আর কী করলে টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়া যায়! ইতিহাস গড়লেন সরফরাজ খান
এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিক্রম রাঠোর রাজস্থান রয়্যালসের সাপোর্ট স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য। তার কাছে বিসিসিআইয়ের লেভেল–৩ কোচিং সার্টিফিকেটও রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ও কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতার কারণে শ্রীলঙ্কা ব্যাটিং ইউনিট তার তত্ত্বাবধানে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
