Lionel Messi : মদ্যপান করেন মেসি! চট করে 'মত্ত' হন বিশ্বসেরা ফুটবলার! নিজের সব থেকে পছন্দের পানীয়ের কথা জানালেন তারকা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lionel Messi : মদ্যপান কীভাবে করলে হুট করে মত্ত হওয়া যায়, এবার সেই পথ বাতলে দিলেন মেসি। জানালেন, তিনিও এই একই পদ্ধতিতে মদ্যপান করে থাকেন। মেসি জানালেন তাঁর জীবনের গোপন এক কাজের কথা।
advertisement
1/6

বহুদিন পর হয়তো এমন মন খোলা সাক্ষাৎকার দিয়েছেন লিও মেসি। সাধারণত ফুটবলারদের সুশৃঙ্খল জীবনযাপন সম্পর্কেই আমরা জানতে পারি। তবে মেসি তাঁর জীবনের একটি গোপন দিকের কথাও এবার তুলে ধরলেন সবার সামনে।
advertisement
2/6
ফুটবলপ্রেমীরা জানেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে কোনও নেশাদ্রব্য থেকে শত হস্ত দূরে থাকেন। ধূমপান, মদ্যপান করেন না তিনি কখনও। তবে মেসি কিন্তু এবার নিজের পানাসক্তির একটি দিক তুলে ধরলেন।
advertisement
3/6
মদ্যপান কীভাবে করলে হুট করে মত্ত হওয়া যায়, এবার সেই পথ বাতলে দিলেন মেসি। জানালেন, তিনিও এই একই পদ্ধতিতে মদ্যপান করে থাকেন। মেসি জানালেন তাঁর জীবনের গোপন এক কাজের কথা।
advertisement
4/6
আর্জেন্টিনার জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্মকে (LUZU TV) দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, তিনি কীভাবে ‘রিল্যাক্স’ করেন! ডায়েট, ঘুম, রিকভারি। এই নিয়েই কাটে মেসির বছরের বেশিরভাগ সময়। তবুও কখনও কখনও তিনিও রিল্যাক্সড হন।
advertisement
5/6
মেসি বলেছেন, ‘আমি ওয়াইন পছন্দ করি। তবে বেশিরভাগ সময় ওয়াইনের সঙ্গে স্প্রাইট মিশিয়ে নিই। এতে খুব তাড়াতাড়ি কাজ করে।’ মেসির মতো একজন তারকা যে এতটা ‘আনফিল্টার্ড’ হতে পারেন, তা এখনও ভাবতে পারেননি অনেকে।
advertisement
6/6
ফুটবলার হিসাবে ফিটনেস ধরে রেখেছেন। তবে কখনও কখনও তিনিও হালকা মদ্যপান করেন। আর মেসির এই ‘টিপস’ নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা চলছে। মেসি আরও বলেছেন, কেন তিনি ইংরেজিতে কথা বলতে খুব একটা পছন্দ করেন না! তিনি স্প্যানিশেই স্বচ্ছন্দ্য বোধ করেন।