কলকাতা : ভারত–ইংল্যান্ড সিরিজে একের পর এক ক্রিকেটার চোট পেয়েছিলেন। তবু তাঁর ভাগ্যের শিঁকে ছেড়েনি। বাংলার ক্রিকেটার বলেই কি তিনি পাত্তা পাননি জাতীয় দলে! অভিমন্যু ঈশ্বরণকে কথা দিয়েছিলেন খোদ গৌতম গম্ভীর। তবে তিনিও কথা রাখেননি। ২০২২ সাল থেকে বিভিন্ন সিরিজে ভারতীয় দলে থাকছেন। তবে এখনও টেস্ট অভিষেক হয়নি তাঁর। অভিমন্যুর বাবা আরপি ঈশ্বরণ এর আগেও ছেলের প্রতি এই বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। বাংলার প্রাক্তন ক্রিকেটাররাও এই নিয়ে সোচ্চার হয়েছেন। তবে লাভ হয়নি। বাংলার পাশাপাশি ভারতীয় এ দলের হয়ে প্রচুর রান করেছেন। তবুও উপেক্ষিত থাকতে হয়েছে বাংলার এই ক্রিকেটারকে।
advertisement
আইপিএলের নিলামের প্রাথমিক তালিকাতেও রাখা হয়নি বাংলার অধিনায়কের নাম। তবে শেষ মুহূর্তে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, একটি ফ্র্যাঞ্চাইজি অভিমন্যুকে দলে নিতে ইচ্ছুক। জাতীয় দলের হয়ে খেলতে নাম পারলেও অবশেষে কি তা হলে আইপিএলে খেলার সুযোগ হবে বাংলার এই ক্রিকেটারের!
IPL Auction 2026(আইপিএল নিলাম ২০২৬) LIVE Updates in Bangla
আরও পড়ুন- জামনগরে পৌঁছলেন মেসি, আজ রাত কাটবে ভানতারায়, আতিথেয়তায় কোনও খামতি নেই
আজ আবু ধাবিতে আইপিএলের মিনি নিলাম। জানা যাচ্ছে, ৩৫০ জন ক্রিকেটারের তালিকায় আরও কয়েক জনের নাম তোলা হয়েছে। আর তাতেই নাম অন্তর্ভুক্ত হয়েছে অভিমন্যুর। আরও জানা গিয়েছে, একটি দল তাঁকে নিতে আগ্রহী বলেই তাঁর নাম তোলা হয়েছে তালিকায়। তবে সেই দলের নাম এখনও জানা যায়নি। প্রসঙ্গত, টি২০ ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১৩২.৯৭। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে সাতটি ম্যাচে রান করেছেন ২৬৬।
