বিসিসিআই সূত্রে খবর, আগামী ১৫ দিনের মধ্যে বিজয় উদযাপন নিয়ে নির্দেশিকা তৈরি করা হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল ট্রফি জয়কে কেন্দ্র করে বেঙ্গালুরুতে ভয়াবহ ঘটনা ঘটে। সেদিন পদপিষ্ট হয়ে অকালে ঝরে যায় ১১টা তরতাজা প্রাণ। আহত হন বহু। এই ঘটনায় বিশেষ নির্দেশিকা জারি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন- ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় ক্রিকেট কিংবদন্তির! সেই নাম আজও শুনলে চমকে যাবেন
advertisement
বিসিসিআই এদিন এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “অ্যাপেক্স কাউন্সিল আহমেদাবাদে বিমান দুর্ঘটনা এবং বেঙ্গালুরুতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেছে। যে কমিটি গঠন করা হল তারা ১৫ দিনের মধ্যে নির্দেশিকা তৈরি করবে।”
জানা যাচ্ছে, আরসিবি বিজয়োৎসবে যা ঘটেছে তা নিয়ে ভারতীয় বোর্ড প্রবল ক্ষুব্ধ। এরই মধ্যে অনেকে আবার দাবি তুলেছিলেন, পরের বছর থেকে আইপিএল বিজয়োৎসব দেখার জন্য টিকিট বিক্রি করা উচিত। দেশের কোনও শহরে আইপিএল ম্যাচ হলে যেমন অনলাইনে টিকিট কেটে মাঠে যান দর্শকরা, কোনও দল ট্রফি জিতলে বিজয়োৎসবের ক্ষেত্রেও তেমনটাই করা উচিৎ বলে মনে করেন অনেতে।
এই ধরণের মর্মান্তিক ঘটনা তাতে ভবিষ্যতে হবে না বলেই মত অনেকের। যদিও কোনও কিছুই চূড়ান্ত নয় এখনও।