TRENDING:

BCCI Central Contracts: বোর্ডের মাইনের খাতায় উন্নতি পন্থ, রাহুলের, গ্রেড এ থেকে নাম কাটা রাহানে-পূজারার

Last Updated:

বোর্ডের বার্ষিক চুক্তিতে (BCCI Central Contracts ) বড়সড় রদবদল কার্যত নিশ্চিত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বোর্ডের বার্ষিক চুক্তিতে  (BCCI Central Contracts ) বড়সড় রদবদল কার্যত নিশ্চিত৷ অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane’) এবং চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) ডিমোশন হচ্ছে৷ অর্থাৎ বোর্ডের এ গ্রেড কন্ট্র্যাক্ট থেকে নাম কাটা পড়তে চলেছে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের নাম৷ পাশাপাশি দুই তরুণ সম্ভবনাময় ভারতীয় দলের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থ  (Rishabh Pant) প্রোমোশন পেতে চলেছেন৷ কয়েকদিনের মধ্যেই বোর্ড সামনের মরশুমের জন্য নতুন বার্ষিক চুক্তি প্রকাশ করবে৷ তার আগেই চুক্তিতে (BCCI Central Contracts) বড়সড় রদবদলের চাঞ্চল্যকর তথ্য সামনে এল৷ শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে সুযোগ পাবেন না অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) এবং চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এই সম্ভবনাটাই সবচেয়ে উজ্জ্বল৷
ajinkya rahane and cheteshwar pujara set to lose grade a contracts kl rahul and rishabh pant up for promotion
ajinkya rahane and cheteshwar pujara set to lose grade a contracts kl rahul and rishabh pant up for promotion
advertisement

রাহানে (Rahane) ও পূজারা (Pujara) গ্রেড বি-তে (Grade B) নেমে যাচ্ছেন তা নিশ্চিত হয়ে গেছে৷ তাঁরা দীর্ঘদিন বোর্ডের বার্ষিক চুক্তিতে (BCCI Central Contracts ) এ গ্রেডে (Grade A) ছিলেন৷ বোর্ড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ি ইশান্ত শর্মাও (Ishant Sharma) বি গ্রেডে নেমে যাবেন৷ এই তালিকায় নাম থাকতে পারে গত মরশুম অফফর্ম এবং চোটে থাকা হার্দিক পান্ডিয়ারও (Hardik Pandya)৷

advertisement

ajinkya rahane and cheteshwar pujara set to lose grade a contracts kl rahul and rishabh pant up for promotion

এদিকে এ প্লাস (A+) ক্যাটাগরিতে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) ও জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) পাশাপাশি এবার নাম আসতে পারে ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যতের সম্ভাব্য অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থেরও (Rishabh Pant)৷

advertisement

আরও পড়ুন - Sania Mirza Retierment: অবসরের ঘোষণা তাড়াতাড়ি নিয়ে ফেললাম, আক্ষেপ সানিয়া মির্জার

ভারতীয় বোর্ডের বার্ষিক চুক্তিতে  (BCCI Central Contracts )  টাকার পার্থক্যে চারটি গ্রেড রয়েছে ৷ এ প্লাস, এ, বি এবং সি- এই চার ক্যাটাগরিতে বার্ষিক টাকার পরিমাণ ৭ কোটি, ৫ কোটি, ৩ কোটি, ১ কোটি টাকা৷

advertisement

তিন জন বিসিসিআই আধিকারিক, পাঁচজন নির্বাচক, জাতীয় দলের প্রধান কোচ এই চুক্তির কোন ক্যাটাগরিতে কে থাকবেন তা সিদ্ধান্ত নেন৷ গতবার যে ২৮ জন ক্রিকেটার বোর্ডের বার্ষিক চুক্তিতে এসেছিলেন সেই নামগুলিতে বড়সড় বদল আসবে সে সম্ভবনা নেই৷ তবে ক্রিকেটারদের গ্রুপে বদল হবেই এটা প্রায় নিশ্চিত৷

আরও পড়ুন - Weight Loss Tips: এই চারটি নিয়মেই কামাল, হু হু করে ঝরবে belly fat , শরীর হবে টানটান

advertisement

বোর্ডের এক শীর্ষ পদাধিকারী জানিয়েছেন, ‘‘রোহিত, কোহলি এবং বুমরাহ তিন ফর্ম্যাটেই অপরিহার্য ক্রিকেটার তাই ওঁরা এ প্লাস ক্যাটাগরিতে থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ কিন্তু রাহুল ও পন্থও সব ক্যাটাগরিতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন৷ তাই দেখতে হবে ওঁরা প্রোমশন পান না পান না৷’’

গত মরশুমে বি গ্রেডে থাকা শার্দুল ঠাকুর টেস্টে প্রভাবদায়ক পারফরম্যান্স করার জন্য এ গ্রেডে উঠে আসতে পারেন৷ বর্তমানে গ্রুপ সি-তে থাকা মহম্মদ সিরাজ দারুণ ফর্ম দেখিয়েছেন, অন্যদিকে শুভমান গিল এবং হনুমা বিহারী ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যত৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গ্রুপ সি থেকে গ্রুপ বি-তে যেতে পারেন অক্ষর প্যাটেল, উমেশ যাদব পিছিয়ে যেতে পারেন সি গ্রুপে৷ একদম তরুণ ভেঙ্কটেশ আইয়ার এবং হর্ষল প্যাটেল বোর্ডের বার্ষিক চুক্তিতে প্রথমবারের জন্য জায়গা পেতে পারেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
BCCI Central Contracts: বোর্ডের মাইনের খাতায় উন্নতি পন্থ, রাহুলের, গ্রেড এ থেকে নাম কাটা রাহানে-পূজারার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল