TRENDING:

BCCI Awards 2024 : স্বপ্নের ফর্ম গিলকে দিল সেরার পুরস্কার, জীবন কৃতি সম্মান পেলেন রবি শাস্ত্রী

Last Updated:

BCCI Awards 2024: বিসিসিআইয়ের বর্ষসেরা পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা শুভমান গিল। পাশাপাশি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন রবি শাস্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: ২০১৯ সালে হয়েছিল শেষবার। তারপর করোনা অতিমারীর কারণে মাঝে ৪ বছরের বিরতি। ফের একবার জাঁকজমকের সঙ্গে ফিরল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এবার বিসিসিআইয়ের বর্ষসেরা পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা শুভমান গিল। পাশাপাশি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন রবি শাস্ত্রী।
advertisement

২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদে আয়োজিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। ২০২৩ সালে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমান গিল। ওডিআই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন গিল। ঝুলিতে ছিল ৫টি শতরান। লাল বল-সাদা বল উভয় ফর্ম্য়াটেই ভাল পারফরম্যান্সের কারণে ২০২২-২৩ সালে ভারতের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হলেন শুভমান গিল।

advertisement

এছাড়া ভারতীয় দলের ক্রিকেটার ও কোচ হিসেবে অনবদ্য সাফল্যের সৌজন্য়ে এবার বিসিসিআইয়ের জীবন কৃতি পুরস্কার পেয়েছেন রবি শাস্ত্রী। ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের বহু যুদ্ধ জয়ের নায়ক তিনি। পাশাপাশি কোচ হিসেবে আইসিসি ট্রফি না জিতলেও বিদেশের মাটিতে রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতের সাফাল্যের ভান্ডার অনেক। তারমধ্যে অস্ট্রেলিয়ার সফরে পরপর দুবার টেস্ট সিরিজ জয় অন্যতম।

advertisement

আরও পড়ুনঃ T20 World Cup 2024: একসময় ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ, সেই ক্রিকেটার টি-২০ বিশ্বকাপে নামবে ভারতের বিরুদ্ধে! জানুন বিস্তারিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পাশাপাশি করোনা অতিমারী কারণে যেহেতেু ২০১৯ সালের পর মাঝের বছরগুলি বাদ গিয়েছে, সেই অ্যাওয়ার্ডও মঙ্গলবার ঘোষণা করা হয় বিসিসিআইয়ের তরফে। ২০১৯-২০ সালে মহম্মদ শামি, ২০২০-২১ সালে রবিচন্দ্রন অশ্বিন ও ২০২১-২২ সাল জসপ্রীত বুমরাহ সেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া মহিলাদের বিভাগে ২০২০-২১ ও ২০২১-২২ সালে সেরার শিরোপা পেয়েছেন স্মৃতি মন্ধনা ও ২০১৯-২০ ও ২০২২-২৩ সালের সেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
BCCI Awards 2024 : স্বপ্নের ফর্ম গিলকে দিল সেরার পুরস্কার, জীবন কৃতি সম্মান পেলেন রবি শাস্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল