২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদে আয়োজিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। ২০২৩ সালে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমান গিল। ওডিআই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন গিল। ঝুলিতে ছিল ৫টি শতরান। লাল বল-সাদা বল উভয় ফর্ম্য়াটেই ভাল পারফরম্যান্সের কারণে ২০২২-২৩ সালে ভারতের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হলেন শুভমান গিল।
advertisement
এছাড়া ভারতীয় দলের ক্রিকেটার ও কোচ হিসেবে অনবদ্য সাফল্যের সৌজন্য়ে এবার বিসিসিআইয়ের জীবন কৃতি পুরস্কার পেয়েছেন রবি শাস্ত্রী। ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের বহু যুদ্ধ জয়ের নায়ক তিনি। পাশাপাশি কোচ হিসেবে আইসিসি ট্রফি না জিতলেও বিদেশের মাটিতে রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতের সাফাল্যের ভান্ডার অনেক। তারমধ্যে অস্ট্রেলিয়ার সফরে পরপর দুবার টেস্ট সিরিজ জয় অন্যতম।
এর পাশাপাশি করোনা অতিমারী কারণে যেহেতেু ২০১৯ সালের পর মাঝের বছরগুলি বাদ গিয়েছে, সেই অ্যাওয়ার্ডও মঙ্গলবার ঘোষণা করা হয় বিসিসিআইয়ের তরফে। ২০১৯-২০ সালে মহম্মদ শামি, ২০২০-২১ সালে রবিচন্দ্রন অশ্বিন ও ২০২১-২২ সাল জসপ্রীত বুমরাহ সেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া মহিলাদের বিভাগে ২০২০-২১ ও ২০২১-২২ সালে সেরার শিরোপা পেয়েছেন স্মৃতি মন্ধনা ও ২০১৯-২০ ও ২০২২-২৩ সালের সেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা।