T20 World Cup 2024: একসময় ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ, সেই ক্রিকেটার টি-২০ বিশ্বকাপে নামবে ভারতের বিরুদ্ধে! জানুন বিস্তারিত

Last Updated:

T20 World Cup 2024: আসন্ন টি-২০ বিশ্বকাপে হতে পারে দুই ভারত অধিনায়কের লড়াই। ভারতের বিরুদ্ধে অন্য দেশের হয়ে খেলতে পারেন আরেক প্রাক্তন ভারত অধিনায়ক।

আসন্ন টি-২০ বিশ্বকাপে হতে পারে দুই ভারত অধিনায়কের লড়াই। ভারতের বিরুদ্ধে অন্য দেশের হয়ে খেলতে পারেন আরেক প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতের বিরুদ্ধে যিনি খেলবেন তিনি একসময় দেশকে বিশ্বকাপও জিতিয়েছেন। অবাক লাগলেও সব কিছু ঠিকঠাক থাকলে জুনে টি-২০ বিশ্বকাপেই দেখা মিলতে পারে সেই লড়াই। কথা হচ্ছে ২০১২ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদের।
একসময় উন্মুক্ত চাঁদকে পরবর্তী বিরাট কোহলি বলা হত। কিন্তু পরবর্তীতে ব্যাটে রানের খরা ও সুযোগের অভাবে ভারতের হয়ে তাঁর কেরিয়ার গড়ে ওঠেনি। তাঁর প্রতি যে প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণেও ব্যর্থ হন উন্মুক্ত চাঁদ। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ দিন খেললেও অবশেষে ভিন দেশে পারি দেওয়ার সিদ্ধান্ত নেন উন্মুক্ত চাঁদ। ২০২১ সালে বিসিসিআইয়ের থেকে এনওসি নিয়ে আমেরিকা পারি দেন তিনি।
advertisement
তারপর থেকে আমেরিকার হয়েই ক্রিকেট খেলছেন উন্মুক্ত চাঁদ। প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশ লিগে খেলার রেকর্ডও গড়েন তিনি। আর ২ মাসের মধ্যে উন্মুক্ত চাঁদের আমেরিকার হয়ে খেলার ছাড়পত্র পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে ভারতের সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ না হলেও, এবার নতুন দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে খেলার ইচ্ছেপূরণ হতে পারে উন্মুক্ত চাঁদের।
advertisement
advertisement
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ পর্বের খেলায় ভারত বনাম আমেরিকা ম্যাচ হতে চলেছে ১২ জুন। একসময়কার নিজের প্রাক্তন দেশের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন উন্মুক্ত। রোহিত শর্মার দলের বিরুদ্ধে নিজের সেরাটা দিয়ে আরও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করতে নারাজ উন্মুক্ত চাঁদ।
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2024: একসময় ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ, সেই ক্রিকেটার টি-২০ বিশ্বকাপে নামবে ভারতের বিরুদ্ধে! জানুন বিস্তারিত
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement