নবম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ- ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ ২০২৫ অনুষ্ঠিত হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর সেখানেই অংশগ্রহণ করেছিল পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস অ্যাকাডেমির প্রতিযোগিতারা। অ্যাকাডেমির কোচ রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানান,”ভারতবর্ষের পাশাপাশি নেপাল, ভুটান, মালয়েশিয়া সহ অন্যান্য দেশ থেকেও প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল। প্রায় ৭০০০ অংশগ্রহণকারীর মধ্যে মোট ৫১ টি পদক পেয়েছে দ্য মার্শাল আর্টস অ্যাকাডেমির থেকে অংশগ্রহণকারী।”
advertisement
তিনি আরও বলেন,”বর্তমান সময়ে আমরা সবাই মোবাইলে আসক্ত হয়ে পড়ছি পাশাপাশি বাচ্চারাও আসক্ত হয়ে পড়ছে। এর ফলে অনেক সময় বাচ্চারা ফিজিক্যালি ঠিকমতো ডেভেলপ করছে না, মেন্টালি ডিপ্রেস হয়ে পড়ছে এছাড়া বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। বাচ্চারা যদি ক্যারাটে মার্শালার বা যে কোনও গেম মধ্যে যুক্ত থাকে তাহলে তাদের কনফিডেন্স বাড়বে এবং একটি টার্গেট থাকে। পাশাপাশি এটি আত্মরক্ষারও জন্য খুবই ভালো।”
দ্য মার্শাল আর্টস অ্যাকাডেমির এই সাফল্য শুধু বর্ধমানের নয়, সমগ্র বাংলার জন্য গর্বের। এটি প্রমাণ করে যে সঠিক প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরা সম্ভব।
সায়নী সরকার