দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেপ্টেম্বর মাসে হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ দিয়ে সংস্কার হওয়া এই ময়দানে আবারও বড় খেলা অনুষ্ঠিত হবে বলেই জানিয়েছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। দিন কয়েক আগেই রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী-সহ একাধিক প্রশাসনিক কর্তারা বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন ঘুরে দেখেন। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল চূড়ান্ত পর্যায়ের স্টেডিয়াম সহ মাঠের গুণমান খতিয়ে দেখা।
advertisement
মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে হাতে মাঠের ঘাস তুলে তার ঘনত্ব ও পরিচর্যার মান যাচাই করেন। এরপর তিনি বলেন,”মাঠের মান আন্তর্জাতিক পর্যায়ে করা হয়েছে। এর পাশাপাশি ফুটবলারদের নিরাপত্তা এবং খেলার ক্ষেত্রে সাবলীলতা বজায় রাখতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব শিগগিরই বড় ম্যাচ দিয়ে ক্রীড়াঙ্গনের নবযাত্রা শুরু হবে।”
প্রসঙ্গত, আগে এই স্টেডিয়ামে বসানো ছিল অস্ট্রোস্টাফ ঘাস। বহু ফুটবলার অভিযোগ করেছিলেন এই ঘাসে খেলতে গেলে চোট লাগার আশঙ্কা থাকে। সেই কারণেই স্টেডিয়াম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন অনেক খেলোয়াড়। এরপর রাজ্য ও জেলা স্তরে একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, দিল্লির নয়ডা থেকে আমদানি করা হবে আন্তর্জাতিক মানের বারমুডা ঘাস। মাস খানেক আগেই তা বসানো হয়েছে। বর্তমানে সম্পূর্ণ স্টেডিয়াম আধুনিক ঘাসে ঢাকা, যা খেলোয়াড়দের সুবিধার কথা মাথায় রেখে পরিকল্পিত।
আরও পড়ুনঃ IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টের আগেই পেলেন বড় সুখবর! ‘অধিনায়ক’ হলেন নীতিশ রেড্ডি
ফুটবলের জগতে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের পরিচিতি নতুন কিছু নয়। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ক্লাব-সহ একাধিক নামী ক্লাব এখানে তাদের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ খেলেছে। দীর্ঘদিন পর এই মাঠে ফের ফুটবলের ‘ড্রপ’ পড়তে চলেছে—এ যেন জেলার ক্রীড়াপ্রেমীদের কাছে এক অন্য আবেগ। তাই এখন শুধু দিন গোনার পালা।
Rudra Narayan Roy