সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে আন্ডার-১৪ বিভাগে শ্রীজয় নিজের দক্ষতার প্রমাণ দেয়। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় সে দুটি স্বর্ণপদক, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জয় করে নজর কেড়েছে। এক প্রতিযোগিতাতেই চারটি পদক জয় শ্রীজয়ের প্রতিভা ও কঠোর পরিশ্রমের স্পষ্ট পরিচয় দেয়।
আরও পড়ুন – IPL 2026 Schedule: আইপিএল কবে থেকে, কখন! কিছুতেই ঘোষণা করতে পারছে না বোর্ড, কোন জটে আটকে অঙ্ক
advertisement
শ্রীজয় জানিয়েছে, তার এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে তার কোচ এবং পরিবারের। বিশেষ করে দিদা ও দাদুর অনুপ্রেরণা এবং সহযোগিতাই তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে বলে জানায় সে। নিয়মিত অনুশীলন এবং শৃঙ্খলাই এই সাফল্যের মূল চাবিকাঠি বলেও উল্লেখ করেছে শ্রীজয়।
বাঁকুড়া শহরের প্রতাপ বাগানে নিয়মিত সাঁতার অনুশীলন করে শ্রীজয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিয়ে চলার ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন তার প্রশিক্ষক ও পরিবার। ভবিষ্যতে আরও বড় মঞ্চে, জাতীয় স্তরে এবং তার ঊর্ধ্বেও একইভাবে সাফল্য ধরে রাখাই এখন লক্ষ্য শ্রীজয়ের।
শ্রীজয়ের এই কৃতিত্বে খুশির হাওয়া বাঁকুড়া জুড়ে। স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তার এই সাফল্যে গর্বিত এবং আগামী দিনে আরও বড় সাফল্যের প্রত্যাশা করছেন।
Neelanjan Bandopadhay





