লোহাগড় মোড় সংলগ্ন কাজুবাদাম ফুটবল ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতায় ছাতনা ব্লকের বিভিন্ন গ্রামের আদিবাসী যুবকদের মোট আটটি দল অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠজুড়ে ছিল প্রবল উত্তেজনা। একের পর এক আক্রমণ, গোলের চেষ্টা, গ্যালারি ভর্তি দর্শকের উচ্ছ্বাস—সব মিলিয়ে পুরো এলাকা যেন পরিণত হয়েছিল এক প্রাণবন্ত ফুটবল উৎসবে।
advertisement
আরও পড়ুন: রাতারাতি সেলিব্রেটি! কলকাতার বইমেলায় ‘বডিগার্ড’ নিয়ে ঘুরছে ম্যাসকট জুটি, সেলফি নিতে হুড়োহুড়ি আগতদের
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা থানার আইসি বিটুল পাল, মেজবাবু সুজিত কুমার মাঝি, ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল, ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার ডাঃ বুদ্ধদেব মুর্মু এবং ঘোষেরগ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনু কুন্ডু। অতিথিরা সকলেই খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ম মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। আয়োজকদের কথায়, আজকের যুবসমাজকে সচেতন করার জন্য শুধুমাত্র উপদেশ নয়, প্রয়োজন আকর্ষণীয় মাধ্যম।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফুটবল যেহেতু তরুণদের প্রিয় খেলা, তাই এই খেলাকে কেন্দ্র করেই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হেলমেট ব্যবহার, গতিসীমা মেনে চলা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো—এই সব বিষয় নিয়ে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। উল্লেখ্য, দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। ফুটবল আর সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে ছাতনার এই উদ্যোগ নিঃসন্দেহে এক অনুকরণীয় দৃষ্টান্ত।





