TRENDING:

Bankura Boy Wins Medal: ১৩ বছরের ঋদ্ধিমানের সাফল্য! ভারত সেরার লড়াইতে দিল্লি থেকে পদক নিয়ে এলেন বাংলায়

Last Updated:

Bankura Boy Wins Medal: ফের গর্বিত করল বাঁকুড়াকে। দিল্লি থেকে বিরাট পদকে জিতল বাঁকুড়ার ছেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ফের গর্বিত করল বাঁকুড়াকে। দিল্লি থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরল ঋদ্ধিমান। আবারও গর্বের মাথা উঁচু করল বাঁকুড়া। রাজধানী দিল্লির তালকাতোড়া ইনডোর স্টেডিয়াম থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাঁকুড়ার ছাতনার প্রতিভাবান খেলোয়াড় ঋদ্ধিমান চ্যাটার্জী। কঠোর অনুশীলন, শৃঙ্খলা আর অদম্য ইচ্ছাশক্তিকে অস্ত্র করেই প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সেরা হল সে। আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নিলেও ঋদ্ধিমানের পারফরম্যান্স সকলের নজর কেড়েছে।
advertisement

শেষ মুহূর্তের লড়াইয়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে অনূর্ধ্ব ১৩ বছর – ৬৫ কেজি ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে রুপোর পদক ছিনিয়ে আনে সে।

আরও পড়ুন – KL Rahul Toss Tricks: ২০২৩ -র পর প্রথমবার টসে জিতল ভারত, ভাঙল হারের চক্র, কেএল রাহুল সিক্রেট বলে দিলেন, রইল ভিডিও

ঋদ্ধিমানের এই সাফল্যে পরিবার, কোচ ও এলাকার মানুষের মধ্যে আনন্দের হাওয়া। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক আরও বড়ো মঞ্চে সাফল্য আনবে—এমনই প্রত্যাশা ঋদ্ধিমানের কোচ আর্যস্মান সরকারের। বাঁকুড়ার এই ছেলে আবারও প্রমাণ করল স্বপ্ন বড় হলে, জয়ের পথ নিজেই খুলে যায়।ইস্ট ইন্ডিয়া ক্যারাটে সিলেকশন, ওয়েট ক্যাটাগরি মাইনাস ৬৫, অনূর্ধ্ব ১৩ বিভাগে রুপোর পদক জিতেছিল বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার ছেলে। এখন জাতীয় স্তরে লড়াই করার পর দিল্লির বুক থেকে ছিনিয়ে আনল রূপো।

advertisement

View More

ঋদ্ধিমানের প্রশিক্ষক সেনসেই আর্যস্মান সরকার বলেন, এই সাফল্য এক বড় সাফল্য। গোটা বাঁকুড়ার ক্যারাটের জন্য এক প্রাপ্তি।

বাঁকুড়ার ছেলে দ্বিতীয়? ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠের ছাত্র ঋদ্ধিমান চ্যাটার্জী এবার দিল্লির জাতীয় স্তরে মাঠ কাঁপিয়ে বাড়ি ফেরত। এই মাঠ কাঁপানোর গল্প শুরু হয়েছিল ছাতনাতেই একটি ক্যারাটে একাডেমির হাত ধরে। ঋদ্ধিমানের বাবা অনিমেষ চ্যাটার্জী বলেন, ছেলেকে ছয় বছর আগে ক্যারাটেতে ভর্তি করার মূল উদ্দেশ্য ছিল আত্মরক্ষা এবং শরীর চর্চা। তবে ধীরে ধীরে আর্য স্যারের হাত ধরে ঋদ্ধিমান এগিয়ে চলে ক্যারাটে নিয়ে। ছোটখাটো সাফল্যের পাশাপাশি এই সাফল্য যেন তাকে দিশা দেখাচ্ছে ভবিষ্যতের।

advertisement

বাঁকুড়া একটি প্রান্তিক জেলা, ছাতনা সেই জেলার একটি সমষ্টি। বাঁকুড়াতে ইতিমধ্যেই উঠেছে শরীরচর্চা হিড়িক। এবার শুধুমাত্র বাঁকুড়ার শহর কিংবা শহর সংলগ্ন এলাকায় নয়, বিভিন্ন গ্রামিন এবং গ্রাম্য মফস্বল এলাকাতেও ছোট ছোট ছেলে মেয়েরা শিখছে ক্যারাটে এবং তারা শরীরচর্চা নিয়ে যথেষ্ট সচেতন। রুপোর পদক জেতা ঋদ্ধিমান তার জ্বলন্ত উদাহরণ।

সেরা ভিডিও

আরও দেখুন
১৩ বছরের ঋদ্ধিমানের সাফল্য! ভারত সেরার লড়াইতে দিল্লি থেকে পদক নিয়ে এলেন বাংলায়
আরও দেখুন

Nilanjan Banerjee

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Bankura Boy Wins Medal: ১৩ বছরের ঋদ্ধিমানের সাফল্য! ভারত সেরার লড়াইতে দিল্লি থেকে পদক নিয়ে এলেন বাংলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল