এক দৃশ্যের সাক্ষী থাকল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে ঘটনাটি ঘটেছে। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের করা ওভারের চতুর্থ বল ব্যাকফুটে খেলেছিলেন মুশফিকুর। তখন তিনি ৩৫ রানে ব্যাটিং করছিলেন।
আরও পড়ুন- শেষ হল খোঁজ? দ্বিতীয় ধোনি পেয়ে গেল ভারতীয় দল! কে সেই ক্রিকেটার
advertisement
বল মুশফিকুরের ব্যাটে লেগে মাটিতে পড়ে। স্টাম্প থেকে দূরেই ছিল বল। তবুও কিছু একটা ভেবে মুশফিকুর ডান হাত দিয়ে বলটাকে দূরে ঠেলে সরিয়ে দেন। এর পর সঙ্গে সঙ্গেই আবেদন করে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
এর পর অন ফিল্ড আম্পায়ার সিদ্ধান্তের ভার দেন তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ারের কাছে। রিপ্লে দেখে টিভি আম্পায়ার সিদ্ধান্ত দেয়, মুশফিকুর ইচ্ছে করেই বলটাকে থামান। তার পর তাঁকে আউট দেওয়া হয়।
আরও পড়ুন- শেষ হল খোঁজ? দ্বিতীয় ধোনি পেয়ে গেল ভারতীয় দল! কে সেই ক্রিকেটার
আরও পড়ুন- কুইন্টন কার? নাটক চরমে, প্লেয়ারের বদলি নয়, সরাসরি টাকা দিয়ে কিনতে চায় কেকেআর
এমন ধরণের আউট ক্রিকেটের আইনে ৩৭.১.১ ধারায় রয়েছে। কোনও ব্যাটার যে হাতে ব্যাট ধরা নেই, সেই হাত দিয়ে বল ধরলে তাঁকে আউট দেওয়া হবে। তবে ব্যাটার চোট থেকে বাঁচতে বল ধরলে আউট হবেন না
একসময় এই আইন ‘হ্যান্ডলড দ্য বল’ আউট নামে পরিচিত ছিল। কিন্তু ২০১৭ সালে হ্যান্ডলড দ্য বল আউট বদলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট করা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F