TRENDING:

বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে জামদানি শাড়ির নকশা! সঙ্গে বাঘ, সুন্দরবন

Last Updated:

Bangladesh T-20 World Cup Jersey: বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ জার্সিতে একের পর এক চমক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: চলতি মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টির মেগা আসর। এর মধ্যে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল দেশের বাইরে। আর এবার বাংলাদেশের বিশ্বকাপ জার্সি লঞ্চ করে তাক লাগাল বিসিবি।
advertisement

বিসিবির অফিসিয়াল ফেসবুকে ও টুইটার পেইজ থেকে ভার্চুয়ালি উন্মোচন করা হয়েছে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি। লাল ও সবুজ রঙের মিশেলে তৈরি জার্সি। তবে চমক রয়েছে একের পর এক।

আরও পড়ুন- সবার আগে দল, গুয়াহাটিতে বুঝিয়ে দিলেন কোহলি, দেখুন ভাইরাল ভিডিও

বাংলাদেশের তিন ঐতিহ্য—জামদানি শাড়ি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার রয়েছে এই জার্সিতে। বাংলাদেশের ঐতিহ্য দারুণভাবে ফুটে ওঠেছে টাইগারদের বিশ্বকাপ জার্সিতে। সুন্দরবন, ঝোপের আড়াল থেকে বাঘের শিকারি দৃষ্টি। সঙ্গে জামদানির নকশা।

advertisement

বিশ্বকাপের আগে ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই  ব্রিসবেনে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু ২৪ অক্টোবর। হোবার্টে গ্রুপ ‘এ’র রানার্সআপদের বিরুদ্ধে প্রথম ম্যাচ।

২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা। ৩০ অক্টোবর ব্রিসবেনে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবেন সাকিবরা।

advertisement

আরও পড়ুন- টি২০ বিশ্বকাপের আগে বিরাট প্রাপ্তি রোহিতের, ভাঙলেন ক্য়াপ্টেন কোহলির রেকর্ড

বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে এর আগেও সুন্দরবন আর বাঘের ছাপ ছিল। তবে জামদানির নকশা এবারই প্রথম। দেশের ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে লাল অংশে জামদানির নকশা রাখা হয়েছে। আর ক্রিকেটারদের আরামের কথা চিন্তা করে ব্যবহার করা হয়েছে পলিস্টার জ্যাকার ফ্যাব্রিক্স।

advertisement

বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলি, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মহম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

বাংলা খবর/ খবর/খেলা/
বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে জামদানি শাড়ির নকশা! সঙ্গে বাঘ, সুন্দরবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল