সবার আগে দল, গুয়াহাটিতে বুঝিয়ে দিলেন কোহলি, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

গুয়াহাটিতে দ্বিতীয় টি২০ ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচে ব্য়াট হাতে নজির গডডলেন বিরাট কোহলি। সঙ্গে বুঝিয়ে দিলেন কতটা বড় টিম ম্য়ান।

#গুয়াহাটি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। হাই স্কোরিং ম্য়াচে প্রোটিয়াদের ১৬ রানে হারায় টিম ইন্ডিয়া। ম্য়াচে অনন্য় নজির গড়েছেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ হাজার রান হয়ে গেল তাঁর। রবিবার ১৯ রান করার পরেই এই কীর্তি গড়ে ফেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। একইসঙ্গে বিরাট কোহলি যে কতটা টিম ম্য়ান ত ফের দেখল ক্রিকেট বিশ্ব।
গুয়াহাটিতে দলের জন্য় নিজের অর্ধশতরানকে 'বলি' দিলেন বিরাট কোহলি। দলকেই বেশি গুরুত্ব দিলেন ভিকে। ম্য়াচে ২৮ বলের রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। ৭টি চার ও একটি ছয়ে সাজানো তাঁর। কিন্তু ইনিংসের শেষ ওভারে চাইলেই নিজের অর্ধশতরান পূরণ করতে পারেননি। কিন্তু তার থেকে দলের স্কোর বাড়ানোকেই বেশি প্রাধান্য় দেন কোহলি। দীনেশ কার্তিককে স্ট্রাইক ছেড়ে দিলেন বিরাট মনের পরিচয়।
advertisement
ইনিংসের শেষ ওভারে ৪৯ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। সেই সময় নন স্ট্রাইকিং এন্ডে ছিলেন বিরাট। অপরকে স্ট্রাইকে ছিলেন দীনেশ কার্তিক। ওভারের প্রথম বল মিস করার পর পরের তিনটি বলে দুটি ছয় ও একটি চার মারেন দীনেশ কার্তিক। পঞ্চম বলের সময় কোহলির কাছে গিয়ে কার্তিক বলেন এই বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিচ্ছি অর্ধশতরান পূরণ করার জন্য়। কিন্তু কোহলি তাতে রাজি না হয়ে কার্তিককে বড় হিট করার কথাই বলেন। যেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল।
advertisement
advertisement
শেষ দুটি বলের মধ্য়ে পঞ্চম বলে ফের ছয় মারেন কার্তিক ও শেষ বলে কোনও রান আসেনি। কিন্তু বিরাট কোহলি যেভাবে নিজের আন্তর্জাতিক টি-২০তে নিজের ৩৪ তম অর্ধশতরান করার সুযোগ ত্যাগ করে দলকে গুরুত্ব দিলেন তা মন জয় করে নিয়েছে নেট দুনিয়ার। ধন্য় ধন্য় করছেন বিরাট কোহলির ভক্তরাও। এমন উদারতা সত্য়িই কোহলির বিরাট ব্য়াপার।
advertisement
প্রসঙ্গত, গুয়াহাটিতে দ্বিতীয টি-২০ ম্য়াচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ৩ উইকেট হারিয়ে ২৩৭ রানের পাহাড় প্রমাণ স্কোর করে ভারতীয় দল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন সূর্যকুমার যাদব। এছাড়া ৫৭ রান করেন কেএ রাহুল, ৪৯ রান করেন বিরাট কোহলি ও ৪৩ রান করেন রোহিত শর্মা। রান তাড়া করতে নেমে ডেভিড মিলারের অনবদ্য় শতরান ও কুইন্টন ডিককের ৬৯ রানের দুরন্ত লড়াই সত্ত্বেও ২০ ওভারে ৩ উইকেটে ২২১ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১৬ রানে ম্য়াচ ও সিরিজ জেতে টিম ইন্ডিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সবার আগে দল, গুয়াহাটিতে বুঝিয়ে দিলেন কোহলি, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement