TRENDING:

ভারতকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ ! সাকিব, মিরাজদের নতুন প্রতিজ্ঞায় আশা পদ্মা পারে

Last Updated:

Bangladesh looking to whitewash India in ODI series 3rd match at Chattogram. ভারতকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ ! সাকিব, মিরাজদের নতুন প্রতিজ্ঞায় আশা পদ্মা পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চট্টগ্রাম: নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের একদিনের পারফরমেন্স শেষ কয়েক বছর ধরে বেশ ভাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তারা জিতেছে। পিচ নিয়ে সমালোচনা হলেও সেটার সুবিধে সব দেশ নিয়ে থাকে। তাই সেটা নিয়ে বাংলাদেশকে দোষ দেওয়ার কারণ নেই। ২০১৫ সালের পর ২০২২। ভারতের প্রথম সারির দলের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ দখল করেছে বাংলাদেশ।
বল হাতে অসাধারণ ধারাবাহিকতা দেখেছেন সাকিব
বল হাতে অসাধারণ ধারাবাহিকতা দেখেছেন সাকিব
advertisement

আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় তথা শেষ ওয়ানডে। সেটি জিতলে প্রথমবারের মতো ভারতকে ধোলাই করবে টাইগাররা। গত দুই ম্যাচে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে ভারতকে হোয়াইটওয়াশ করা অসম্ভব বলে মনে করছেন না খালেদ মাহমুদ সুজন।

আরও পড়ুন - নীরবতা ভেঙে ২৭ ঘন্টা বাদে প্রতিক্রিয়া রোনাল্ডোর, ভক্তদের ভালোবাসায় ভেসে গেলেন সিআর সেভেন

advertisement

এই সিরিজে ছুটিতে থাকা খালেদ মাহমুদ সুজন আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের বলেন, অবশ্যই সম্ভব (হোয়াইটওয়াশ করা)। স্বপ্ন দেখি। কারণ আমরা এখনো আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। যদিও দুটি ম্যাচ আমরা জিতেছি। তবে টপ অর্ডার থেকে আরো বেশি আশা করি, আরো ভালো ব্যাটিং, আরো ভালো কিছু করতে পারি।

বোলারদের পারফরম্যান্সে আমি খুবই খুশি, বিশেষ করে চাপের মধ্যে তারা যে রকম বোলিং করেছে। দুটি ওয়ানডেতেই বাংলাদেশের টপ অর্ডার বড় রান করতে পারেনি। প্রথম ওয়ানডেতে লিটন আর সাকিব কিছু রান করেছিলেন। বাকিরা কিছুই করতে পারেননি। সুজন বলেন, টপ অর্ডারে একটা বড় জুটি, কারো বড় রান দেখার অপেক্ষায় আছি।

advertisement

চট্টগ্রামের উইকেটে যা খুবই সম্ভব। আমরা যদি ভালো ব্যাট করি, ভালো জায়গায় বল করি, আরেকটা জয় খুবই সম্ভব। ওয়ানডে ক্রিকেটে আমরা যেকোনো দলকে হারাতে পারি। সেই সাহস ও সামর্থ্য আমাদের দুটোই আছে। সেই বিশ্বাস নিয়ে যদি আমরা মাঠে নামতে পারি, চট্টগ্রামেও সম্ভব জয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এদিকে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ জানিয়েছেন ভারতের পারফরমেন্স কৃপ্ট কারেন্সির মতো পড়ে গিয়েছে। এখন দেখার সম্মান রক্ষার ম্যাচে ভারত জিতে শেষ করতে পারে কিনা? নাকি পদ্মা পার থেকে মুখ পুড়িয়ে দেশে ফেরে!

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ ! সাকিব, মিরাজদের নতুন প্রতিজ্ঞায় আশা পদ্মা পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল