নীরবতা ভেঙে ২৭ ঘন্টা বাদে প্রতিক্রিয়া রোনাল্ডোর, ভক্তদের ভালোবাসায় ভেসে গেলেন সিআর সেভেন

Last Updated:

Portugal is united and strong and ready to create history in World Cup posts Cristiano Ronaldo. স্বয়ং রোনাল্ডোও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তিনি লেখেন, বাইরের শক্তি আমাদের ভাঙতে পারবে না

স্বপ্ন দেখা ফুরিয়ে যায়নি, বুঝিয়ে দিলেন রোনাল্ডো
স্বপ্ন দেখা ফুরিয়ে যায়নি, বুঝিয়ে দিলেন রোনাল্ডো
#দোহা: অবশেষে মুখ খুললেন তিনি। সংবাদ মাধ্যমের কাছে নয়, সোশ্যাল মিডিয়া। সেখানেই বুঝিয়ে দিলেন নিজের মনের অবস্থা।। অশান্তি ও বিভেদের উত্তাল প্রচারের মধ্যে দলীয় সংহতির পতাকা তুলে ধরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মরক্কোর বিরুদ্ধে শনিবার কোয়ার্টার ফাইনালে নামার আগে পর্তুগাল অধিনায়ক স্পষ্ট জানালেন, বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে সঙ্কল্পবদ্ধ গোটা দল।
শেষ ষোলোর ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম এগারোয় ছিলেন না রোনাল্ডো। দলের সেরা তারকার পরিবর্তে কোচ ফার্নান্দো স্যান্টোস নামিয়েছিলেন তরুণ স্ট্রাইকার গনসালো র‌্যামোসকে। তিনি হ্যাটট্রিক করে কোচের আস্থার মর্যাদা রাখেন। রোনাল্ডোকে মাঠে নামানো হয় ম্যাচের ৭৩ মিনিটে।
সেই সময় ৫-১ গোলে এগিয়ে পর্তুগাল। ম্যাচে কার্যত কিছুই অবশিষ্ট ছিল না, যা সিআরসেভেনের আত্মাভিমানে আঘাত করে। খবর ছড়িয়ে পড়ে যে, পর্তুগিজ মহাতারকা রীতিমতো ক্ষিপ্ত কোচের উপর। আর তার মাত্রা এতটাই চড়া যে, ম্যাচ শেষে সতীর্থরা যখন মাঠে বিজয়োল্লাসে মত্ত, তখন গটগট করে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। এখানেই শেষ নয়।
advertisement
advertisement
বুধবার বল পায়ে অনুশীলনও করেননি তিনি। স্রেফ জিম করেই থেমে যান। এরপর ৩৭ বছর বয়সি তারকা নাকি পর্তুগাল শিবির থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও সেদেশের ফুটবল সংস্থা এই খবর অস্বীকার করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, রোনাল্ডোর বিশ্বকাপের আসর ছেড়ে যাওয়ার রিপোর্ট পুরোপুরি মিথ্যা।
advertisement
অধিনায়ক কখনওই জাতীয় দলকে পরিত্যাগ করার কথা বলেননি। এই মর্মে স্বয়ং রোনাল্ডোও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তিনি লেখেন, বাইরের শক্তি আমাদের ভাঙতে পারবে না। কোনও পরিস্থিতিতেই আমরা ঘাবড়ে যাই না। জাতিগত ভাবে আমরা অত্যন্ত সাহসী। আমরা যথার্থ অর্থেই একটা দল। পর্তুগাল শেষ পর্যন্ত লড়াই করবে নতুন ইতিহাস তৈরি করতে।
advertisement
মরক্কোর বিরুদ্ধে রোনালদোকে প্রথম দলে রাখবেন নাকি পরে ব্যবহার করবেন এই ব্যাপারে কথা বলেননি কোচ স্যানটস। তবে রোনাল্ডো এমন একটা দলের অধিনায়ক হতে পেরে গর্বিত সেটা তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই পরিষ্কার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নীরবতা ভেঙে ২৭ ঘন্টা বাদে প্রতিক্রিয়া রোনাল্ডোর, ভক্তদের ভালোবাসায় ভেসে গেলেন সিআর সেভেন
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement