আরও পড়ুন: নারিনের মুকুটে নতুন পালক, প্লে-অফের ম্যাচে ব্যাটে-বলে বিরল নজির গড়লেন কেকেআর তারকা
মঙ্গলবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ৪৭ বলে ৫৮ রান করেন, মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রান করেন, এ ছাড়া সৌম্য সরকার ১৩ বলে ২০ করে আউট হন। জবাবে ব্যাট করতে নেমে কোরি অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ এবং হরমীত সিং ১৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ৩ বল বাকি থাকতেই ১৫৬ রান তুলে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। সিরিজে আরও দুই ম্যাচ বাকি ‘টাইগারদের’। সেই ম্যাচে আপাতত ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের।
advertisement
আমেরিকার সিরিজের পরেই বিশ্বকাপের আগে একটি মাত্র ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে। টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে। আমেরিকার বিরুদ্ধে হারার পরে গ্রুপ পর্ব খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না।