আরও পড়ুন - এশিয়া কাপে আজ সামনে দুর্বল হংকং, কিছু পরীক্ষা নিরীক্ষা চালাতে চায় রোহিতের ভারত
ম্যাচ পরবর্তী আলাপচারিতায় তিনি বলেন, প্রথম ৭/৮ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচে ফেরা সব সময়ই কঠিন। ব্যাটারদের ব্যর্থতার পরও যে ম্যাচে অনেক সময় পর্যন্তই টিকে ছিল বাংলাদেশ, সেজন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন সাকিব। তিনি বলেন, উইকেটের হিসেবে আমরা ১০-১৫ রান কম করেছি। তবে আমাদের বোলাররা চমৎকার বল করেছে।
advertisement
বিশেষ করে ১৫ ওভার পর্যন্ত বোলারদের দারুণ পারফরমেন্সই আমাদের ম্যাচে টিকিয়ে রাখে। আফগানিস্তান যেভাবে ম্যাচটি শেষ করেছে সে কৃতিত্ব তাদের দিতেই হবে। নাযিবুল্লাহ জাদরানের ক্যামিওতেই মূলত ৯ বল বাকি থাকতেই ম্যাচ হেরেছে বাংলাদেশ।
আফগানদের ব্যাটিংয়ের কৃতিত্ব দিয়ে সাকিব আল হাসান বলেন, আমরা জানতাম, নাযিবুল্লাহ জাদরান খুবই বিপজ্জনক ব্যাটার। এরকম কন্ডিশন ও উইকেটে ভেবেছিলাম, ম্যাচে আমাদের সুযোগ আছে। তবে শেষ পর্যন্ত যেভাবে ব্যাট করেছে আফগানিস্তান, তাতে পুরো কৃতিত্বই তাদের পাওনা। তবে সাকিব আশাবাদী দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে তারা।
শ্রীলংকার শানাকা এর আগে বাংলাদেশকে অপমান করেছিলেন সহজ প্রতিপক্ষ বলে। তাই মুশফিক, মাহমুদুল্লাহ, মোস্তাফিজুরদের কাছে লঙ্কা ম্যাচটা সম্মানের লড়াই। জবাব দেওয়ার মঞ্চ। এখন দেখার আফগানিস্তানের কাছে হেরে লঙ্কার বিরুদ্ধে কিভাবে কামব্যাক করে বাংলাদেশ।
