দেশের তারকা ক্রিকেটারদের বয়কটের ফলে একজন সিনিয়র বোর্ড কর্মকর্তা, নাজমুল ইসলামকে সরিয়ে দিতে হয়েছে। Bangladesh Cricket Board (BCB) বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে, কারণ খেলোয়াড়রা মাঠে নামতে অস্বীকার করায় ম্যাচ বাতিল করতে হয়েছে। খেলোয়াড়রা নাজমুলের প্রকাশ্য ক্ষমা এবং পদত্যাগ দাবি করেছেন।
advertisement
নতুন ব্যবস্থায়, বাংলাদেশ বোর্ড একটি নোটিশ দিয়েছে, যেখানে দেশের শীর্ষ টি২০ লিগের সংশোধিত সময়সূচি তুলে ধরা হয়েছে। সেখানে BCB বলেছে: “BPL ২০২৬-এর ১৫ জানুয়ারি ২০২৬-এ নির্ধারিত ম্যাচগুলো এখন শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হবে। ১৬ এবং ১৭ জানুয়ারির মূলত নির্ধারিত ম্যাচগুলো একদিন পিছিয়ে ১৭ এবং ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। Eliminator এবং Qualifier ১, যা ১৯ জানুয়ারি হওয়ার কথা ছিল, তা ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।”
নাজমুল ইসলামের মন্তব্য দিয়ে বিতর্কের সূত্রপাত, তিনি BCB-এর Finance Committee Chairman এবং Board Director। নাজমুল ইসলাম বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের এজেন্ট’ বলে কটাক্ষ করেন। তারপর থেকেই বিতর্কের সূত্রপাত। তবে এখনও বিশ্বকাপে ভারতে বাংলাদেশ আসবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
