লখনউ সুপার জায়ান্টস আইপিএল ২০২২-এর জন্য তাদের জার্সি এবং থিম সং লঞ্চ করেছে। থিম সংটি গেয়েছেন বিখ্যাত র্যাপার বাদশা। এই গানের লিরিক, 'অব আপনি বারি হ্যায়' এদিন সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিল।
লখনউ সুপার জায়ান্টস তাদের আইপিএল অভিযান শুরু করবে ২৮ মার্চ। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। এবারই প্রথম আইপিএল খেলতে নামবে এই দল। ফলে তাদের উপর সমর্থকদের প্রত্যাশা রয়েছে অনেকটাই।
advertisement
আরও পড়ুন- ঝুলনের ললিপপ ইয়র্কার হিট, উইকেট উড়িয়ে দিল বাংলাদেশী ব্যাটারের
লখনউ সুপার জায়ান্টস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জার্সি এবং থিম সং শেয়ার করেছে। ভিডিওতে দলের অধিনায়ক কেএল রাহুলকেই নতুন জার্সিতে প্রথম দেখা যাচ্ছে। বাদশাকে দলের জার্সি পরে গান গাইতে ও নাচতেও দেখা যায়। এমনিতেই এখন বাদশার যে কোনও গান হিট। তাঁর মতো গায়ক লখনউ ফ্র্যাঞ্চাইজির জন্য গান গাওয়ায় ব্যাপারটা জমে গেল।
লখনউ আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি। এই দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এই দলের অধিনায়ক হয়েছেন কেএল রাহুল। তিনি আগে পঞ্জাব কিংসে ছিলেন। একই সঙ্গে এই দলের মেন্টরের ভূমিকায় রয়েছেন দুবার আইপিএল খেতাব জেতা গৌতম গম্ভীর।
লখনউ ফ্র্যাঞ্চাইজি অ্যান্ডি ফ্লাওয়ারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। ফলে বোঝাই যাচ্ছে, ধারে ও ভারে অন্য কোনও দলের থেকে কম নয় নতুন লখনউ সুপার জায়েন্টস।
আরও পড়ুন- ওয়াংখেড়েতে খেলাতে বাড়তি সুবিধা পাবে না মুম্বই ইন্ডিয়ান্স! মত রোহিতের
লখনউ স্কোয়াড: কেএল রাহুল (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি কক, মণীশ পান্ডে, জেসন হোল্ডার, দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, আভেশ খান, অঙ্কিত রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুষমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মানান ভোহরা, মহম্মদ খান, আয়ুষ বাধোনি, কাইল মায়ার্স, কর্ণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব এবং বি সাই সুদর্শন।