সরাসরি ঘোষণা না করলেও আয়ুষ্মান খুরানা-ই সৌরভের ভূমিকায় অভিনয় করবেন বায়োপিকে। সেটাই খুব তাড়াতাড়ি ঘোষণা হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে আইপিএলের আগে সৌরভের বায়োপিক নিয়ে সরকারি ঘোষণা করে দেবে প্রযোজক সংস্থা লাভ রঞ্জন ফ্লিমস।
মুম্বইতে হবে সেই অনুষ্ঠান। ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে হতে পারে ঘোষণা। শুধু আয়ুষ্মান নয়, বায়োপিকের পরিচালকের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্যায় কত টাকার মালিক? ‘দাদা’র মোট সম্পত্তির পরিমাণ চমকে দেবে
প্রাথমিকভাবে কথা হয়েছিল চক দে ইন্ডিয়ার ডিরেক্টর সিমিত আমিনের সঙ্গে। কিন্তু শেষমেশ সেটা ফলপ্রসূ হয়নি। বিক্রমাদিত্য মোতআনেকে দেখা যাবে সৌরভের বায়োপিকের পরিচালক হিসাবে।
সিনেমার সঙ্গে যুক্ত সৌরভের বাল্যবন্ধু সঞ্জয় দাস জানান, “অনেকের সঙ্গেই কথা হয়েছিল। তবে আয়ুষ্মানকে সবচেয়ে বেশি প্যাশনেট লেগেছে। বিক্রমাদিত্য যেভাবে সিনেমাটা করতে চেয়েছেন তা সত্যিই আকর্ষণীয় হবে। তবে সৌরভের সঙ্গে এই দুজন আলোচনাতে বসবেন ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই। তারপরেই চূড়ান্ত ঘোষণা।”
চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত সঞ্জয় দাস-সহ সিনেমার সঙ্গে জড়িত কোনও ব্যক্তি সরাসরি অভিনেতা এবং পরিচালকের নাম বলতে চাইছেন না। তবে সূত্রের খবর সব কিছুই চূড়ান্ত।
আয়ুষ্মান নিজেও প্রচণ্ড আগ্রহী ছিলেন সৌরভের বায়োপিকে কাজ করার জন্য। বলিউড এই তারকার সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। যা খবর, তাতে দুর্গাপুজোর আগেই খুব সম্ভবত বায়োপিকের শুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে।
আরও পড়ুন- ৩৭-এও অটুট সাম্রাজ্য-একাধিপত্ব! এমবাপ্পে-হালান্ডকে হারিয়ে ফিফার বর্ষসেরা মেসি
শুটিংয়ের জন্য ইতিমধ্যেই বিভিন্ন লোকেশন পাওয়ার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের লর্ডস ছাড়াও বিশ্বের আরও কয়েকটি শহরে এবং মাঠে হবে শুটিং। সৌরভ যেসব জায়গায় সাফল্য পেয়েছেন, সেই জায়গাগুলো দেখানো হবে অবশ্যই। তবে অনেকটাই যে কলকাতায় হবে, তা বলে দিচ্ছেন নির্মাতারা।
সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কাকে দেখা যাব, সেটা চূড়ান্ত হয়নি। শোনা গেল, আগামী কিছুদিনের মধ্যে সেটাও চূড়ান্ত হয়ে যাবে। আসলে গল্পে সৌরভের উত্থানের পেছনে স্ত্রী ডোনার অবদানের বিষয়টি থাকবে বলে খবর।
১৮ থেকে ২২ বছর বয়সী নায়িকা প্রয়োজন। সূত্রের খবর, চেনা মুখ ছাড়াও কিছু নতুন মুখ নিয়েও চর্চা চলছে। ইতিমধ্যেই গল্প লেখার কাজ শেষ। সেই গল্প স্ক্রিপ্ট আকারে তৈরি করা হচ্ছে।
গল্পে কী থাকছে এই প্রশ্নে সঞ্জয় দাস বলেন, “সৌরভের জীবনের সমস্ত অধ্যায় লেখা হয়েছে। তবে কোন কোন বিষয়ে জায়গা পাবে, সেটা আরও আলোচনার পর ঠিক হবে। তবে এইটুকু বলতে পারি, অনেক অজানা গল্প রয়েছে। যেভাবে পরিকল্পনা করা হচ্ছে তা সত্যিই আকর্ষণীয়। তবে সিনেমা মুক্তি পাওয়ার পর তর্ক হবে তা এখন থেকেই বলতে পারি।”
দু বছর আগেই নিউজ 18 বাংলা সৌরভের বায়োপিকের খবর এক্সক্লুসিভ নিয়ে এসেছিল দর্শকদের সামনে। আর এবার আরও আপডেট সামনে এল সৌরভের বায়োপিক সংক্রান্ত।
আসলে ক্রিকেট থেকে অবসর নেওয়ার এক যুগ পরও সৌরভকে নিয়ে ক্রিকেটমহলে কী পরিমাণ উন্মাদনা, সেটা নতুন করে আর বলার কিছু নেই। তাই এবার শুধু নায়কের নাম ঘোষণা হওয়ার পালা।
Check Live updates আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর ।