TRENDING:

Shane Warne Death: মৃত্যুর ঠিক আগেও মদ্যপান করছিলেন শেন ওয়ার্ন? ম্যানেজার কী বলছেন!

Last Updated:

Shane Warne Death: মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী করছিলেন শেন ওয়ার্ন! মদ্যপান?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কালারফউল ক্যারেক্টর। ক্রিকেটে তাঁর মতো বর্ণময় চরিত্র কমই আছে। আর এমন রঙচঙে ছিলেন বলেই হয়তো শেন ওয়ার্ন একটু বেশিই জনপ্রিয় ছিলেন!
advertisement

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। মাত্রাতিরিক্ত সিগারেট ও মদ্যপান ওয়ার্নের শরীর বিগড়ে দিয়েছিল। এমন দাবি করেছেন কেউ কেউ। আবার এমনও কথা শোনা গিয়েছিল, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে নাকি ওয়ার্ন মদ্যপা করছিলেন।

ওয়ার্নের ম্যানেজার বলেছিলেন, বন্ধুদের সঙ্গে ডিনারে যাবেন বলে বসে ছিলেন শেন। একা বসে ক্রিকেট ম্যাচ দেখছিলেন তিনি। তখনই হৃদরোগে আক্রান্ত হন তিনি। শনিবার সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্নের বিজনেস ম্যানেজার তাঁকে বাঁচাতে প্রায় ২০ মিনিট ধরে সিপিআর করতে থাকেন। কিন্তু লাভ হয়নি।

advertisement

আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় দেহ ফিরিয়ে জাতীয় মর্যাদায় হবে শেন ওয়ার্নের শেষকৃত্য!

৫২ বছর বয়সী ওয়ার্নের ম্যানেজার হেরাল্ড এবং দ্য এজকে বলেছেন, 'ওয়ার্ন রাতের খাবারের আগে হোটেলের ঘরে তাঁর বন্ধু অ্যান্ড্রুর সঙ্গে বসে ছিলেন। অ্যান্ড্রু ওয়ার্নের সঙ্গে থাইল্যান্ডে গিয়েছিলেন। সেই সময় পর্যন্ত ওয়ার্ন মদ্যপান করেনি। রাতের খাবারে তাঁদের একসঙ্গে খাবার ও পানীয় নেওয়ার কথা ছিস।'

advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের প্রথম টেস্ট দেখচিলেন ওয়ার্ন। এর পরই তাঁকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।ম্যানেজার বলছিলেন, কিংবদন্তি স্পিনার থাইল্যান্ডের কোহ সামুইতে ছুটি কাটাচ্ছিলেন। কিছুদিন পরই কমেন্ট্রি অ্যাসাইনমেন্ট-এর জন্য ওয়ার্নের ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল।

ওয়ার্ন ডায়েট করছিলেন-

তাঁর ম্যানেজার জেমস জানান, ওয়ার্ন মদ্যপান বন্ধ করেছিলেন কিছুদিন আগে থেকেউ। কারণ তিনি ডায়েট করছিলেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ক্রিকেট কিংবদন্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, "ওয়ার্ন এমন একজন যে মহান ডন ব্র্যাডম্যানের অসাধারণ কৃতিত্বের কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন।" মরিসন আরও বলেছেন, 'অস্ট্রেলিয়ানদের কাছে শেন ভীষণ জনপ্রিয় ছিল। শেন আমাদের দেশের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়ানরা তাঁকে ভালোবাসত।

advertisement

আরও পড়ুন- বিরাটকে ১০০ টেস্টের বিশেষ গার্ড অফ অনার দিয়ে ফিল্ডিংয়ে নামল ভারত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভিক্টোরিয়ান সরকার ঘোষণা করেছে, MCG -র গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম পরিবর্তন করে ওয়ার্নের নামে রাখা হবে। ওয়ার্ন স্ট্যান্ড ওয়ার্ন এমসিজিতে তার ৭০০ তম টেস্ট উইকেট নিয়েছিলেন।

বাংলা খবর/ খবর/খেলা/
Shane Warne Death: মৃত্যুর ঠিক আগেও মদ্যপান করছিলেন শেন ওয়ার্ন? ম্যানেজার কী বলছেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল