TRENDING:

PAK vs AUS, Pat Cummins : অজি পেস বোলারদের ভয়ে জঘন্য উইকেট বানিয়েছে পাকিস্তান! আক্রমণ কামিন্সের

Last Updated:

Pat Cummins says Pakistan tried to nullify Aussie pace attack by dead wicket in Rawalpindi. অস্ট্রেলিয়ান পেস বোলারদের ভয়ে লজ্জাজনক কান্ড ঘটাল পাকিস্তান !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাওয়ালপিন্ডি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হয়ে গিয়েছে। রাওয়ালপিন্ডি পিচ নিয়ে অবশ্য সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, অস্ট্রেলিয়ান পেস বোলারদের ভয়ে পাকিস্তান একেবারে মরা পিচ প্রস্তুত করেছিল। কামিন্স, মিচেল স্টার্ক, হাজেলউড, ক্যামেরন গ্রিনদের বিরুদ্ধে ব্যাটিং স্বর্গ উপহার দিয়েছিল রাওয়ালপিন্ডির পিচ প্রস্তুতকারক। অন্যদিকে নাসিম শাহ, শাহিন আফ্রিদির মত পেস বোলাররাও খুব বেশি সফল হননি।
তীব্র সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড
তীব্র সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড
advertisement

আরও পড়ুন - IND vs NZ, Mithali Raj : মিতালির স্বার্থপর ব্যাটিং কী নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের অন্যতম কারণ? চর্চা তুঙ্গে

প্রাক্তন পাকিস্তান লেগ স্পিনার দানিশ কানেরিয়া জানিয়েছেন রাওয়ালপিন্ডির উইকেট লজ্জায় ফেলেছে পাকিস্তানকে। অবশ্যই প্রত্যেক দল তাদের হোম অ্যাডভান্টেজ নিয়ে থাকে পিচ বানানোর ক্ষেত্রে। কিন্তু সেটাও একটা বাধন থাকা উচিত। দানিশ মনে করেন যে ধরনের পিচ হয়েছিল রাওয়ালপিন্ডিতে, তাতে রামিজ রাজা নিজে এই বয়সে অর্ধশতরান করে দিতেন।

advertisement

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স উইকেট নিয়ে নিজের মন্তব্য জানালেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দোষ দেননি। উপমহাদেশের কন্ডিশনে প্রথম টেস্ট ড্র করা খারাপ রেজাল্ট নয়, বলছেন তিনি। পাশাপাশি ইমাম উল হক দুটো ইনিংসেই শতরান করেছেন। ফলে পাক ব্যাটসম্যানরা ভাল খেলেছেন মেনে নিচ্ছেন কামিন্স। এদিকে চাপে পড়ে রামিজ রাজা জানিয়েছেন টেস্ট ম্যাচ ড্র হলে সেটা কখনই ক্রিকেট ভক্তদের জন্য ভাল বিজ্ঞাপন নয়।

advertisement

তবে তিনি আশ্বাস দিয়েছেন লাহোর এবং করাচিতে স্পোর্টিং উইকেট হবে। তাছাড়া প্রথম টেস্ট সব সময় গুরুত্বপূর্ণ। সেখানে বাউন্সি ট্র্যাক বানালে, অস্ট্রেলিয়ান বোলারদের সুবিধা করে দেওয়া হত, পুরোপুরি জানিয়েছেন তিনি। তবে দানিশ কানেরিয়া মনে করেন ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত থাকার কারণে শেষ কয়েক দিন টেস্ট ম্যাচ সংক্রান্ত ব্যাপারে খোঁজখবর নিতে পারেননি রামিজ রাজা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

এখন চারদিক থেকে সমালোচনার ভয়ে মত পাল্টাচ্ছেন। এতে ক্রিকেট ভক্তদের ঠকিয়েছেন পিসিবি সভাপতি মনে করেন কানেরিয়া। তবে তিনি আশা রাখছেন বাকি দুটো টেস্ট ম্যাচে এর থেকে ভাল উইকেট উপহার দেবে পিসিবি। প্যাট কামিন্স নিজেও মনে করেন শুধু অস্ট্রেলিয়া নয়, ফাস্ট বোলারদের জন্য পিচে কিছুটা  সাহায্য থাকলে, সেটা কাজে লাগাতে পারবেন পাকিস্তানি পেসাররাও।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
PAK vs AUS, Pat Cummins : অজি পেস বোলারদের ভয়ে জঘন্য উইকেট বানিয়েছে পাকিস্তান! আক্রমণ কামিন্সের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল