IND vs NZ, Mithali Raj : মিতালির স্বার্থপর ব্যাটিং কী নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের অন্যতম কারণ? চর্চা তুঙ্গে

Last Updated:

Mithali Raj says top and middle order fail to perform against New Zealand. ভারতীয় মহিলা দলের টপ এবং মিডল অর্ডারে দুর্বলতা প্রকট

ভারতের মহিলা দলের হারের পেছনে অনেকে দায়ী করছেন মিতালিকে
ভারতের মহিলা দলের হারের পেছনে অনেকে দায়ী করছেন মিতালিকে
বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১-৪ ব্যবধানে একদিনের সিরিজ হেরেছিল ভারতের মেয়েরা। ফলে শক্তিতে কিউই মহিলা দল অনেকটাই এগিয়ে জানা ছিল। আজ ভারতের পারফরম্যান্সে বল হাতে পূজা বস্ত্রকার এবং ব্যাট হাতে হরমানপ্রীত কউর ছাড়া সকলেই ব্যর্থ। ম্যাচ শেষে মিতালি রাজ বললেন, নিউজিল্যান্ডকে পরপর দুটি উইকেট ফেলে দেওয়ার পরেও ম্যাচে কামব্যাক করার সুযোগ দেওয়া হয়েছে। এমিলিয়া কের এবং সাথারওয়াইটের জুটি ভাঙতে না পারার ব্যর্থতা ভুগিয়েছে ভারতকে।
advertisement
advertisement
তবুও তিনি মনে করেন ২৬০ রান তাড়া করা অসম্ভব ছিল না। কিন্তু টপ অর্ডার এবং মিডল অর্ডারে অন্তত দুজনকে বড় রান করতে হত। আজ ওপেনিং জুটিতে ব্যর্থ ভারত। মিতালি ৩১ রান করলেও সেটা কখনই ম্যাচ জেতানোর ক্ষেত্রে যথেষ্ট ছিল না। মিতালিকে দেখে মনে হয়েছে দলের স্বার্থে নয়, তিনি নিজের রেকর্ড বানানোর জন্য রান করছেন। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৬ বল খেলে ৯ রান করেছিলেন। আজ ৩১ করতে নিলেন ৫৬ বল।
advertisement
তাছাড়া সেট হয়ে গিয়েও দলের অধিনায়ক হিসেবে তার উচিত ছিল খেলাটাকে অন্তত যত বেশি টেনে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা করা। কিন্তু আজও ডাহা ফেল মিতালি। একইভাবে দীপ্তি শর্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ জঘন্য পারফর্ম করেছেন। মিতালি মনে করেন ব্যাটিং দুর্বলতা সামলাতে না পারলে ভারতের পক্ষে ভাল কিছু আশা করা মুশকিল।
advertisement
কারণ টুর্নামেন্ট যত এগোবে, তত কঠিন বোলারদের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। সবচেয়ে বড় কথা ভারতীয় ব্যাটিংয় ফিনিশার নেই এই দলে। তাড়াতাড়ি এই জায়গায় উন্নতি করতে না পারলে এই বিশ্বকাপে আশা নেই ভারতের মেয়েদের। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ ভারতের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ, Mithali Raj : মিতালির স্বার্থপর ব্যাটিং কী নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের অন্যতম কারণ? চর্চা তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement