নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্যাট কামিন্স জানিয়েছেন, "I've made the difficult decision to miss next years IPL. The international schedule is packed with Tests and ODI's for the next 12 months, so will take some rest ahead of an Ashes series and World Cup," - অর্থাৎ ‘‘আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি সামনের মরশুমে আইপিএল খেলব না৷ আন্তর্জাতিক শিডিউল অনুযায়ী সামনের বছর টেস্ট এবং একদিনের ক্রিকেট ঠাসা রয়েছে৷ তাই আমি একটু বিশ্রাম নেব অ্যাসেজ সিরিজ ও বিশ্বকাপ রয়েছে৷ ’’
advertisement
এছাড়াও তিনি বলেছেন , "Thanks so much to @KKRiders for their understanding. Such a terrific team of players and staff and I hope I can get back there ASAP," - অর্থাৎ ‘‘কেকেআরকে অনেক ধন্যবাদ তারা বিষয়টা বুঝেছে৷ অসাধারণ দল এবং স্টাফরা খুব তাড়াতাড়ি গুছিয়ে নেবেন আমি ওখানে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব৷ ’’
আইপিএলের ১০ টি ফ্রাঞ্চাইজি আজই নিজেদের রিটেনশন ও রিলিজ হওয়া প্লেয়ারদের লিস্ট বিসিসিআইকে জমা দেবে৷ মঙ্গলবার ৫টার মধ্যে এই লিস্ট জমা দেওয়ার কথা৷
আরও পড়ুন - ‘‘লাশ ফেলে দেব’’- নিয়ম ভেঙে স্কুলে ভর্তি না নেওয়ায় প্রধানশিক্ষককে খুনের হুমকি
কামিন্স এই মুহূর্তে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন৷ যদিও অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে সেমিফাইনালে অবধি পৌঁছতে পারেনি৷ এই বছরের শুরুতে কামিন্স একদিনের ক্রিকেটে অধিনায়ক নির্বাচিত হন৷ অ্যারন ফিঞ্চ খেলা থেকে অবসর নেন৷
কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জিতেছিল৷