ফুটবলে এবার খরগোশ-কচ্ছপের গল্প। তিউনিশিয়াকে সহজ প্রতিপক্ষ ভেবে ফেলেছিলেন ফরাসী কোচ দেশঁ। ভেবেছিলেন হয়তো, নক আউটে তো চলে গিয়েছে দল। এবার দলের তারকা ফুটবলারদের বিশ্রাম দেবেন। এরই ফাঁকে দলের রিজার্ভ বেঞ্চ দেখে নেওয়া যাবে। দেশঁ যে ভুল করেছিলেন, তা প্রমাণ করে দিল তিউনিশিয়া।
আরও পড়ুন- বিশ্বকাপে আমেরিকার কাছে ইরানের হারে সেলিব্রেশন তেহরানে! অবাক গোটা দুনিয়া
advertisement
৫৮ মিনিটে তিউনিশিয়া গোল করার পর ফ্রান্স মরিয়া হয়ে ওঠে। তার আগে পর্যন্ত ফ্রান্সের ফুটবলাররা যেন হেলেদুলে খেলছিলেন। দেশঁ বাধ্য হয়ে নামালেন গোলমেশিন এমবাপ্পে, গ্রিজম্যানকে। ম্যাচের শেষে গ্রিজম্যান একটি গোল করেও দেন। তবে এবার বিশ্বকাপে সবার উপরে ভার। সেই ভার জানিয়ে দিল, অফসাইড। গোল বাতিল।
ডেনমার্ককে এদিন অস্ট্রেলিয়া হারিয়েছে ১-০ ব্যবধানে। হারাতে না পারলে ‘ডি’ গ্রুপের অঙ্ক অন্যরকম হত। ম্যাথু লেকি এদিন ৬০ মিনিটে ডেনমার্কের জালে বল জড়িয়ে দেন। তার পর ডিফেন্স আগলে বসে থাকে অস্ট্রেলিয়া। ২০০৬ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের শেষ ১৬-য় পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
ক্রিকেটের পর এবার কি তবে অস্ট্রেলিয়া ফুটবলেও এগিয়ে চলেছে! অজিরা বিশ্বকাপ জিতবে, এই দাবি নির্বোধেও করবে না। তবুও শেষ ১৬ মানে যে কোনও দেশের সমর্থকদের কাছে নতুন আশা। খেলাধূলায় তো সবই হতে পারে!
আরও পড়ুন- ছেলেদের বিশ্বকাপে মেয়ে রেফারি, নতুন ইতিহাস লিখবেন ফ্রান্সের স্টেফানি
ডেনমার্ককে এদিন জিততেই হত। কারণ আগেই তিউনিশিয়ার সঙ্গে ড্র করেছিল তারা। এদিন হেরে গিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শেষ।