#দোহা: ফরাসি রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট ইতিহাস লিখতে চলেছেন। বৃহস্পতিবার কাতারে জার্মানি বনাম কোস্টারিকা গ্রুপ ম্যাচ পরিচালনার দায়িত্ব নেবেন তিনি। পুরুষদের বিশ্বকাপে মহিরা রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্ব নেবেন। তিনিই প্রথম মহিলা রেফারি হিসেবে এই কাজ করবেন।
ফিফা ফ্র্যাপার্টের সঙ্গে ব্রাজিলের নিউজা ব্যাক এবং মেক্সিকোর কারেন ডিয়াজ মেডিনাকে সহকারী হিসেবে নিযুক্ত করেছে ফিফা। এতে মাঠে মহিলা রেফারিদের দল তৈরি করল ফিফা।
আরও পড়ুন- সুন্দরী মহিলা ফুটবল সমর্থকদের লড়াইয়ে ব্রাজিল না আর্জেন্টিনা, এগিয়ে কারা ? ছবি দেখেই বিচার করুন
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট, বিশ্বকাপের ওই ম্যাচে ফিফার নিয়োগ করা চতুর্থ মহিলা ম্যাচ অফিসিয়াল। আল বায়েত স্টেডিয়ামে ভার দলের অফসাইড বিশেষজ্ঞ হিসাবেও কাজ করবেন তিনি। রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতাও কাতারে খেলার জন্য ফিফার মহিলা রেফারির তালিকায় রয়েছেন।
জার্মানি এবং কোস্টারিকার ম্যাচটি প্রতিযোগিতায় বাকি থাকা গ্রুপ পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ খেলা। গ্রুপ ই-তে জার্মানি তলানিতে রয়েছে। শেষ ১৬-য় যাওয়ার জন্য তাদের গ্রুপ পর্বের এই ম্যাচ জিততেই হবে। কোস্টারিকার অবশ্য ড্র হলেই চলবে।
কাতারে ৬৪টি ম্যাচের মধ্যে ৪৪তম ম্যাচের জন্য ফিফা এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। ফ্র্যাপার্ট এর আগে চতুর্থ অফিসিয়াল দায়িত্বের জন্য নির্বাচিত হয়েছিল।
আরও পড়ুন- 'মেসির গায়ে হাত দিলে দেখে নেব', মেক্সিকান বক্সারকে হুমকি মাইক টাইসনের
"আমি সত্যিই বাকরুদ্ধ। কারণ আমি এমনটা আশা করিনি। এর থেকে বড় পাওনা আর কিছু হয় না," ফ্রেপার্ট বলেন।
৩৮ বছর বয়সী ফরাসি মহিলা রেফারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দায়িত্ব সামলেছেন। তিনি চলতি বছর বিশ্বকাপের বাছাইপর্ব, চ্যাম্পিয়ন্স লিগ এবং ফ্রেঞ্চ কাপ ফাইনালে পুরুষদের খেলা পরিচালনার দায়িত্ব পালন করেছেন। তিনি FIFA-র ২০১৯ মহিলা বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব সামলেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।