TRENDING:

Ind A vs Aus A : খাবারে বিষ, ভারতে খেলতে আসা অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড! ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা এর আগে কখনও হয়নি!

Last Updated:

Ind A vs Aus A- ভারতে খেলতে এসেছে অস্ট্রেলিয়া এ দল। তাদের খাবারে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে। যদিও বোর্ড এই দাবি মেনে নিতে নারাজ। কানপুরে রয়েছে অস্ট্রেলিয়া এ দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কানপুর: ভারতে খেলতে আসা ক্রিকেটারদের খাবারে বিষ! এমন ঘটনা এর আগে কখনও হয়নি!
News18
News18
advertisement

ভারতে খেলতে এসেছে অস্ট্রেলিয়া এ দল। তাদের খাবারে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে। যদিও বোর্ড এই দাবি মেনে নিতে নারাজ। কানপুরে রয়েছে অস্ট্রেলিয়া এ দল। ভারতীয় এ দলের বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচ খেলছে তারা।

কানপুরের এক হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অস্ট্রেলিয়া দলের চারজন ক্রিকেটার। এমনকী খাবারে বিষক্রিয়ার জন্য হাসপাতালে ভর্তি হতে হয় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার হেনরি থর্নটনকে।

advertisement

হোটেলের খাবারে কোনও সমস্যা নেই বলে দাবি করেছেন বোর্ড কর্তারা। বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা বলেছেন, ‘যদি খাবারে বিষ থাকত তা হলে সব প্লেয়ার, এমনকী ভারতীয়রাও অসুস্থ হত। সেরকম তো কিছু হয়নি। হয়তো অন্য কোনও কারণে হয়েছে। যে হোটেলে ক্রিকেটাররা আছে সেটা এখানকার অন্যতম ভাল হোটেল। সবাই একই খাবার খাচ্ছে। সংক্রমণ অবশ্যই হয়েছে। তবে সেটা হোটেলের খাবার থেকে নয় বলেই আমরা মনে করছি। এখানে খুব বেশি হোটেল নেই। পাঁচতারা হোটেল নেই। তবে আমরা ক্রিকেটারদের জন্য ভাল হোটেল আয়োজন করেছি তার মধ্যেই।’

advertisement

আরও পড়ুন- চোখ রাঙাতে এসে খেতে হল গালাগালি! মেয়েদের ক্রিকেটে বিরল ঘটনা

সেরা ভিডিও

আরও দেখুন
“বইখাতা সব নিয়ে গেছে জল!” কান্নাভেজা গলায় বলছে কিশোরী  
আরও দেখুন

উল্লেখ্য, তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতেছে ভারত। হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক শ্রেয়স ‌আইয়ার এবং রিয়ান পরাগ। প্রথম ম্যাচ ১৭১ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচ ৯ উইকেটে জিতে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচে তারা আবার হারের সম্মুখীন হয়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind A vs Aus A : খাবারে বিষ, ভারতে খেলতে আসা অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড! ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা এর আগে কখনও হয়নি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল