IND W VS PAK W ICC Women's World Cup : চোখ রাঙাতে এসে খেতে হল গালাগালি! মেয়েদের ক্রিকেটে বিরল ঘটনা, হরমনপ্রিতের এক কথায় 'বাজার গরম'

Last Updated:

IND W VS PAK W ICC Women's World Cup : ২০২৫ ICC মহিলা বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে কলম্বোতে উত্তেজনাপূর্ণ ম্যাচ সারা বিশ্বের নজর কেড়েছে। পাকিস্তানের স্পিনার নাশরা সান্ধু ভারতের অধিনায়ক হারমনপ্রীত কউরের দিকে “ডেথ স্টেয়ার” ছুড়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

News18
News18
নয়াদিল্লি: ২০২৫ ICC মহিলা বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে কলম্বোতে উত্তেজনাপূর্ণ ম্যাচ সারা বিশ্বের নজর কেড়েছে। পাকিস্তানের স্পিনার নাশরা সান্ধু ভারতের অধিনায়ক হারমনপ্রীত কউরের দিকে “ডেথ স্টেয়ার” ছুড়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এই ঘটনাটি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে এমনিতেই উত্তেজনাপূর্ণ ম্যাচে অতিরিক্ত নাটকীয়তা যোগ করে। তবে নাশরার আগ্রাসী দৃষ্টির জবাবে হারমানপ্রীত কউর ছিলেন সম্পূর্ণ শান্ত ও সংযত। তিনি চাপে থেকেও নিজের নেতৃত্বগুণ এবং মনঃসংযোগ ধরে রাখার অসাধারণ ক্ষমতা দেখান। তবে পাকিস্তানি ক্রিকেটারকে গালাগালি করে বসেন।
এই ঘটনাটি তুলে ধরে ভারত-পাকিস্তান দ্বৈরথের সেই চিরপরিচিত উত্তেজনা ও আবেগ, যা এখন শুধু পুরুষদের ক্রিকেটে নয়, মহিলাদের ক্রিকেটেও সমানভাবে রয়েছে। প্রতিযোগিতামূলক ম্যাচে প্রায়ই খেলোয়াড়দের মধ্যে আবেগে বহির্প্রকাশ দেখা যায়। এই ধরনের নাটকীয় মুহূর্ত মাঠের উত্তেজনা অনেকগুণ বাড়িয়ে তোলে।
advertisement
advertisement
নাশরা সান্ধুর “ডেথ স্টেয়ার” ম্যাচে এক ঝলক উত্তাপ ছড়ালেও তা ছিল খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব এবং খেলার প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন।  তবে আবেগ খেলার অংশ, তবুও প্রতিটি দলকেই এই ধরনের আবেগ সামলাতে শিখতে হবে, কারণ টুর্নামেন্ট যত এগোবে, চাপ তত বাড়বে — এবং সেখানেই প্রকৃত মানসিকতা ও নেতৃত্বের পরীক্ষা।
ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সুর্যকুমার যাদব ২০২৫ ICC মহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে মন্তব্য করে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দেন। এই হাই-ভোল্টেজ ম্যাচকে ঘিরে যখন আলোচনা তুঙ্গে, তখন সুর্যকুমারের মন্তব্য ক্রিকেটবিশ্বে একপ্রকার আলোড়ন তোলে।
advertisement
মহিলা ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন: “আমি আবারও বলব, প্রতিদ্বন্দ্বিতা তখনই হয় যখন লড়াই সমানে-সমান হয়। ১১-০ হলে সেটা আর প্রতিদ্বন্দ্বিতা থাকে না। আমাদের মেয়েরা যদি শুধু ভাল ক্রিকেট খেলে, তাহলে এটা ১২-০ হয়ে যাবে।”
advertisement
আরও পড়ুন- ভারত-পাকিস্তান মহিলা বিশ্বকাপের মঞ্চেও নৌ হ্যান্ডশেক বিতর্ক! নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
এই বক্তব্যে তিনি ইঙ্গিত করেন যে, ভারতীয় মহিলা দল এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৫০-ওভারের ফরম্যাটে ১১টি ম্যাচে অপরাজিত, এবং সেই ধারা অব্যাহত থাকলে এবারও জয় তাদের সঙ্গী হবে। সুর্যকুমারের এই চাঁচাছোলা মন্তব্য অনেকের কাছেই আত্মবিশ্বাসের প্রতীক, আবার কেউ কেউ একে মনে করছেন প্রতিপক্ষকে খোঁচা দেওয়া। তবে এতে কোনো সন্দেহ নেই যে, তার এই বক্তব্যে ম্যাচটির উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে দিয়েছিল।
বাংলা খবর/ খবর/খেলা/
IND W VS PAK W ICC Women's World Cup : চোখ রাঙাতে এসে খেতে হল গালাগালি! মেয়েদের ক্রিকেটে বিরল ঘটনা, হরমনপ্রিতের এক কথায় 'বাজার গরম'
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement