TRENDING:

ফ্লাড লাইট কাণ্ডে এটিকে মোহনবাগানকে দায়ী করল রাজ্য সরকার, দেওয়া হল চিঠি

Last Updated:

ATK Mohun Bagan receives letter from west bengal government regarding flood light dimming on 10 October. ফ্লাড লাইট কাণ্ডে এটিকে মোহনবাগানকে দায়ী করল রাজ্য সরকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যখন খারাপ সময় আসে তখন একা আসে না। সঙ্গে অনেক খারাপ খবর নিয়ে আসে। এমনটাই হয়েছে এটিকে মোহনবাগানের সামনে। আইএসএলের প্রথম ম্যাচে ঘরের মাঠে হার। এগিয়ে থেকেও পরাজয়। তার ওপর এবার রাজ্য সরকারের শো কজ লেটার। জোড়া ধাক্কায় সবুজ মেরুন শিবির। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে এটিকে মোহনবাগানের শীর্ষ কর্তা সঞ্জীব গোয়েঙ্কাকে।
ঠিক এভাবেই ১০ মিনিট বন্ধ ছিল ফ্লাড লাইট
ঠিক এভাবেই ১০ মিনিট বন্ধ ছিল ফ্লাড লাইট
advertisement

আরও পড়ুন - অস্ট্রেলিয়ার উইকেটে সূর্যকে থামানো অসম্ভব! ভবিষ্যৎবাণী দক্ষিণ আফ্রিকার তারকা পেসারের

যিনি আবার সিইএসসি’র মালিক। কলকাতার অধিকাংশ এলাকার বিদ্যুৎ পরিষেবা দেয় এই সংস্থাই। আর তাঁর দলের খেলার সময়ই কি না অন্ধকারে ঢাকল যুবভারতী। যার জেরে সোমবার বেশ খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ। যা সত্যিই লজ্জাজনক।

advertisement

আর তাই শো-কজ নোটিস ধরানো হল মোহনবাগানকে। চিঠিতে লেখা হয়েছে, এশিয়া মহাদেশের অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম হল যুবভারতী ক্রীড়াঙ্গন । ২০১৭ সালে এই মাঠেই আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপও। শুধু তাই নয়, বহু আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী যুবভারতীর সবুজ গালিচা।

১০ অক্টোবর চেন্নাইয়িন বনাম মোহনবাগানের ম্যাচে খেলার দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের জন্য ফ্লাড লাইট নিভে যায়। এই মাঠ রাজ্যের গর্ব। অথচ সেখানে এমন ঘটনা স্টেডিয়ামের ঐতিহ্যেকে কলঙ্কিত করল। এরপরই আয়োজকদের উপর অভিযোগ এনে লেখা হয়েছে, আয়োজকদের ব্যর্থতার জন্যই মাঠের আলো নিভে গিয়েছিল বলে জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

তাই তাদেরই এই ঘটনায় জবাবদিহি করতে হবে। আগামী তিনদিনের মধ্যে রাজ্যের চিঠির উত্তর দিতে বলা হয়েছে। উল্লেখ্য ম্যাচের ৫৩ মিনিটে নিভে গিয়েছিল বক্সের বাঁদিকের বাতিস্তম্ভ। প্রায় দশ মিনিট বন্ধ ছিল খেলা। তবে এটিকে মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে তারা এই ব্যাপারে সতর্ক থাকবে। এরকম বিপর্যয়ের মুখে যাতে আর পড়তে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ফ্লাড লাইট কাণ্ডে এটিকে মোহনবাগানকে দায়ী করল রাজ্য সরকার, দেওয়া হল চিঠি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল