অস্ট্রেলিয়ার উইকেটে সূর্যকে থামানো অসম্ভব! ভবিষ্যৎবাণী দক্ষিণ আফ্রিকার তারকা পেসারের

Last Updated:

Perth and Melbourne will suit Surya Kumar Yadav says Dale Steyn ahead of T20 World Cup. বিশ্বকাপে সূর্যকে থামানো অসম্ভব! ভবিষ্যৎবাণী দক্ষিণ আফ্রিকার তারকা পেসারের

সূর্য কুমারকে দেখার জন্য মুখিয়ে আছেন স্টেইন
সূর্য কুমারকে দেখার জন্য মুখিয়ে আছেন স্টেইন
#মেলবোর্ন: আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপর শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা এই টুর্নামেন্ট ভারত চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটা পরের বিষয়। তবে সূর্য কুমার যাদব যে দুর্দান্ত খেলবেন, এটা নিয়ে সন্দেহ নেই কারও। অভিষেক হওয়ার পর থেকে ভারতীয় দলে সবথেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠেছেন সূর্য। টি-টোয়েন্টি তালিকায় এই মুহূর্তে দুই নম্বরে রয়েছেন তিনি।
তবে মোট রান করার ব্যাপারে এবং ছক্কা মারার সংখ্যায় পেছনে ফেলে দিয়েছেন শীর্ষে থাকা পাকিস্তানের রিজওয়ানকে। এবার সূর্য কুমারকে নিয়ে মুখ খুললেন ডেল স্টেইন। প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে বিশেষ করে পার্থ এবং মেলবোর্নে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে সূর্যের। স্টেইন জানিয়েছেন সূর্য পছন্দ করেন পেস বোলিং।
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার এই দুটো মাঠে উইকেটে পেস আছে। ব্যাটে দ্রুত গতিতে বল আসবে। সেক্ষেত্রে টাইমিং ঠিকঠাক করতে পারলে সূর্য কুমারের বড় ইনিংস খেলা খুব একটা কঠিন নয়। সূর্য কুমার ব্যাকফুটে অত্যন্ত শক্তিশালী। ফলে থার্ডম্যান এবং পয়েন্টের অঞ্চল দিয়ে প্রচুর রান করার সুযোগ থাকবে তার সামনে।
স্টেইন মনে করেন বর্তমান ফর্মের বিচারে সূর্য বল অনেক আগে দেখতে পাচ্ছেন। ঠিক করে নিতে পারছেন কী শট খেলবেন। এটা একজন বড় ব্যাটসম্যানের ট্রেডমার্ক। সচিন, লারা, রিকি পন্টিংদের এই বিশেষ কোয়ালিটি ছিল। সূর্যের সবচেয়ে বড় সুবিধা মাঠের সব কোন ব্যবহার করে রান করতে পারেন। পেস দুর্দান্ত খেলার পাশাপাশি স্পিনারদের বিরুদ্ধেও একাধিক নজরকাড়া শট রয়েছে হাতে।
advertisement
বিশেষ করে ইনসাইড আউট শটটটি মারার সময় দুর্দান্ত ব্যালেন্স রাখতে পারেন সূর্য। পাকিস্তানের রিজওয়ান অত্যন্ত ধারাবাহিক হলেও তার খেলাটা মূলত শক্তি নির্ভর। সেখানে সূর্য টাইমিং এবং শক্তির মিশেল। তাই সূর্য কুমার এই বিশ্বকাপে হতে চলেছেন ভারতীয় ব্যাটিং লাইন আপের প্রধান স্তম্ভ সন্দেহ নেই তারকা দক্ষিণ আফ্রিকান পেসারের। শান্ত মানসিকতার খেলোয়াড় হওয়ার কারণে সূর্য কুমারের চাপ নেওয়ার ক্ষমতা বেশি বলেছেন স্টেইন।
বাংলা খবর/ খবর/খেলা/
অস্ট্রেলিয়ার উইকেটে সূর্যকে থামানো অসম্ভব! ভবিষ্যৎবাণী দক্ষিণ আফ্রিকার তারকা পেসারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement