আরও পড়ুন - GT vs CSK: আজ জাদেজার চেন্নাইকে ধ্বংস করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হার্দিক পান্ডিয়া
আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বী হলেও প্রীতমের কাছে সারা জীবন ঋণী থাকবেন আবাহনীর ক্যাপ্টেন। শনিবার হোটেলের লবিতে দাঁড়িয়ে জীবন নিজের হাঁটু দেখিয়ে বলছিলেন, ‘প্রীতমদা না থাকলে ফুটবল জীবনই শেষ হয়ে যেত। আমার জীবনে ওর অবদান ভোলার নয়। উল্লেখ্য, একটা সময় চোটে ফুটবল জীবনই শেষ হওয়ার উপক্রম হয়েছিল জীবনের।
advertisement
তখন কোনও এক শুভানুধ্যায়ীর থেকে প্রীতম কোটালের নম্বর জোগাড় করেন তিনি। সবুজ-মেরুন অধিনায়ক তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের জাতীয় দলের স্ট্রাইকারের হাঁটুর অস্ত্রোপচারের ব্যবস্থা কলকাতায় করে দেন প্রীতম। কিন্তু তখন ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে জীবনকে থাকতে হয় সদর স্ট্রিটের একটি হোটেলে।
এই পর্বেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন প্রীতম। নিজের গাড়িতে প্রতিবেশী দেশের ফুটবলারকে পেট্রোপোল সীমান্তে পৌঁছে দেন এপার বাংলার তারকা উইং-ব্যাকটি। আবাহনী অধিনায়ক বলছিলেন, এবার ঠিক করেছিলাম, কলকাতায় যাওয়ার সময় বিশেষ উপহার নিয়ে যাব। সামান্য হলেও প্রীতমদাকে কিছু দিতে পেরে ভাল লাগছে।
এএফসি কাপের প্লে-অফে এটিকে মোহনবাগানকে গুরুত্ব দিচ্ছেন আবাহনী অধিনায়ক। কলকাতায় আসার আগে গোটা দল এটিকে মোহন বাগান ও ব্লু স্টারের মধ্যে ম্যাচটির ক্লিপিংস দেখেছে। রবিবার প্র্যাকটিস করবে আবাহনী। তার আগের দিন হোটেলেই জিম ও সুইমিং পুলে সময় কাটান সোহেল-জীবন রানারা।
এএফসি কাপের প্লে-অফে এটিকে মোহন বাগানকে গুরুত্ব দিচ্ছেন আবাহনী অধিনায়ক। কলকাতায় আসার আগে গোটা দল এটিকে মোহন বাগান ও ব্লু স্টারের মধ্যে ম্যাচটির ক্লিপিংস দেখেছে। রবিবার প্র্যাকটিস করবে আবাহনী। তার আগের দিন হোটেলেই জিম ও সুইমিং পুলে সময় কাটান সোহেল-জীবন রানারা।